নেপালে বন্যা-বৃষ্টিপাতে ৪৭ জনের প্রাণহানি

ভারতের পূর্ব সীমান্তবর্তী ইলাম জেলায় পৃথক ভূমিধসে ৩৫ জন নিহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
কাঠমান্ডুর প্লাবিত এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে নেপালের সেনাবাহিনী
কাঠমান্ডুর প্লাবিত এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে নেপালের সেনাবাহিনী |সংগৃহীত

নেপালে গত শুক্রবার থেকে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে আকস্মিক বন্যায় ৪৭ জনের মৃত্যু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে সেখানকার রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে এবং সেতু ভেসে গেছে। রোববার (৫ অক্টোবর) সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

পুলিশের মুখপাত্র কালিদাস ধৌবোজি জানিয়েছেন, ভারতের পূর্ব সীমান্তবর্তী ইলাম জেলায় পৃথক ভূমিধসে ৩৫ জন নিহত হয়েছেন। তিনি আরো জানান, অন্যান্য জায়গায় বন্যার পানিতে ভেসে যাওয়ায় নয়জন নিখোঁজ এবং বজ্রপাতে আরো তিনজনের মৃত্যু হয়েছে।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র শান্তি মাহাত বলেন, ‘নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার প্রচেষ্টা চলছে।’

কর্তৃপক্ষ আরো জানায়, ভূমিধসের কারণে বেশ কয়েকটি মহাসড়ক বন্ধ হয়ে গেছে ও বন্যায় ভেসে গেছে। এতে শত শত যাত্রী আটকা পড়েছেন।

সুনসারী জেলার জেলাশাসক ধর্মেন্দ্র কুমার মিশ্র বলেন, দক্ষিণ-পূর্ব নেপালে কোশি নদী বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীতে জলপ্রবাহ স্বাভাবিকের চেয়ে দ্বিগুণেরও বেশি। এই নদী প্রায় প্রতি বছর পূর্ব ভারতের বিহার রাজ্যে ভয়াবহ বন্যার কারণ হয়।

সূত্র : রয়টার্স