পাকিস্তানে টিটিপির পৃথক হামলায় নিহত ২৩

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বেশ কয়েকটি জেলায় হামলার দায় স্বীকার করেছে তালেবান।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তানি সেনাদের দাফনের প্রস্তুতি
পাকিস্তানি সেনাদের দাফনের প্রস্তুতি |সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বেশ কয়েকটি জেলায় হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান (টিটিপি)।

আজ তালেবান জানিয়েছে, গতকালের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ২০ সদস্য এবং তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

গতকাল শুক্রবার আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের বেশ কয়েকটি জেলায় পুলিশ প্রশিক্ষণ একাডেমিতে আত্মঘাতী বোমা হামলাসহ বিভিন্ন স্থানে হামলা হয়।

সূত্রটি জানিয়েছে, সীমান্তবর্তী খাইবার জেলায় ১১জন আধাসামরিক সেনা নিহত হয়েছে এবং একজন আত্মঘাতী বোমা হামলাকারী একটি পুলিশ প্রশিক্ষণ একাডেমির ফটকে বিস্ফোরক বোঝাই গাড়ি দিয়ে ধাক্কা দেয়ার পর সাতজন পুলিশ সদস্য নিহত হয়, এরপর সেখানে গুলি চালানো হয়।

আজ আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বাজাউর জেলায় পৃথক সঙ্ঘর্ষে তিনজন বেসামরিক নাগরিকসহ পাঁচজন নিহত হয়েছে।

পাকিস্তানি তালেবান -তেহরিক-ই-তালেবান (টিটিপি) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বার্তায় হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি আফগান তালেবান থেকে পৃথক সংগঠন।

সূত্র : এএফপি/বাসস