পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৫

পাকিস্তানের ফয়সালাবাদে একটি গ্লু নির্মাণ কারখানায় বয়লার বিস্ফোরণে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অনেকে।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ
পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ |সংগৃহীত

পাকিস্তানের ফয়সালাবাদে একটি গ্লু নির্মাণ কারখানায় বয়লার বিস্ফোরণে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অনেকে।

শুক্রবার (২১ নভেম্বর) ভোরে ফয়সালাবাদের মালিকপুর এলাকায় অবস্থিত কারখানাটিতে ওই বিস্ফোরণ ঘটে।

স্থানীয় গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মালিকপুর এলাকায় অবস্থিত গ্লু নির্মাণ কারখানায় বয়লার বিস্ফোরণ ঘটে। এ সময় বিস্ফোরণের তীব্রতায় ভবনটি ধসে পড়ে এবং আশপাশের বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

সূত্রটি আরো জানায়, প্রাথমিক তদন্তে গ্যাস লিকেজ থেকেই বয়লার বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

কমিশনার জানান, ‘নিহতদের বেশিরভাগই কারখানার পাশের বাড়ির বাসিন্দা।’ তিনি আরো বলেন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম ব্যক্তিগতভাবে উদ্ধার অভিযান তদারকি করছেন।

প্রথমে তিনজনের মৃত্যু ও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও পরে ধ্বংসস্তূপ থেকে আরো লাশ উদ্ধারের পর মৃতের সংখ্যা বেড়ে ১০ এবং এরপর ১৫-তে পৌঁছায়। গুরুতর আহতদের মধ্যেও কয়েকজন চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন।

সূত্র : ডন