পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৩ সশস্ত্র যোদ্ধা নিহত

খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে ১৩ জন সশস্র যোদ্ধা নিহত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তান সেনাবাহিনীর সদস্য
পাকিস্তান সেনাবাহিনীর সদস্য |সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর দুটি পৃথক অভিযানে ১৩ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে বলে রোববার (১৪ ডিসেম্বর) জানিয়েছে সেনাবাহিনীর মিডিয়া শাখা।

ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, ভারত-সমর্থিত উগ্রবাদী গোষ্ঠী ফিতনা আল-খাওয়ারিজের সদস্যদের উপস্থিতির খবর পেয়ে মোহমান্দ জেলায় একটি গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালিত হয়েছিল। এ সময় বন্দুক যুদ্ধে সাত সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে।

বান্নু জেলায় পরিচালিত নিরাপত্তা বাহিনীর আরেকটি অভিযানে আরো ছয় সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে। এই অভিযানগুলো আজম-ই-ইস্তেহকামের অংশ, যা জাতীয় কর্মপরিকল্পনা সংক্রান্ত ফেডারেল শীর্ষ কমিটির অনুমোদিত।

এদিকে আফগানিস্তানে ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে, বিশেষ করে সীমান্তবর্তী প্রদেশ খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে উগ্রবাদী হামলা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে।

আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের অভিযোগ, তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) বা পাকিস্তানি তালেবানকে আশ্রয়-প্রশ্রয় এবং অস্ত্র-রসদের যোগান দিচ্ছে আফগান সরকার। তবে আফগান সরকার বরাবরই এ অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছে।

সম্প্রতি কাবুল বিশ্ববিদ্যালয়ে আফগানিস্তানের ইসলামি চিন্তাবিদদের বৈঠক হয়েছিল। সেই বৈঠকে তারা জানিয়েছেন, তারা চান না যে আফগানিস্তানের ভূখণ্ড অন্য কোনো দেশের ক্ষতির জন্য ব্যবহৃত হোক।

ইসলামাবাদ এই প্রস্তাবকে ‘ইতিবাচক অগ্রগতি’ হিসেবে স্বাগত জানিয়েছে। তবে তারা দুঃখ প্রকাশ করে বলেছে, অতীতেও এই ধরনের প্রতিশ্রুতি দেয়া হলেও তা যথাযথভাবে পালন হয়নি।

সূত্র : জিও নিউজ