মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ আবারো ফিরে পেতে চান। চীনকে মোকাবেলার উদ্দেশ্যে এমন পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছেন তিনি।
তবে বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা বলছেন, ট্রাম্পের এই লক্ষ্য শেষ পর্যন্ত আফগানিস্তানে নতুন করে মার্কিন অভিযানের মতো দেখাতে পারে। এর জন্য ১০ হাজারেরও বেশি সৈন্যের পাশাপাশি উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের প্রয়োজন হতে পারে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) লন্ডন সফরের সময় সাংবাদিকদের সাথে আলাপকালে চীনের কাছে এর কৌশলগত অবস্থানের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমরা সেই ঘাঁটিটি ফিরে পেতে চাই। চীন যেখানে পারমাণবিক অস্ত্র তৈরি করে, সেখান থেকে এটি এক ঘণ্টা দূরে।’
২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্ক ও ওয়াশিংটনে আল কায়েদার হামলার পর দুই দশক ধরে চলা যুদ্ধের সময় আফগানিস্তানে মার্কিন বাহিনীর প্রধান ঘাঁটি ছিল বাগরাম। ২০২১ সালে তালেবানের অগ্রযাত্রার মুখে বাগরামসহ আফগানিস্তানের অন্যান্য এলাকা থেকে সেনা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র।
ট্রাম্প এর আগে বলেছিলেন, তিনি চান যুক্তরাষ্ট্র পানামা খাল থেকে গ্রিনল্যান্ড পর্যন্ত অঞ্চল অধিগ্রহণ করুক। তিনি বেশ কয়েক বছর ধরেই বাগরামের ওপর দৃষ্টি নিবদ্ধ করেছেন বলে মনে হচ্ছে।
বৃহস্পতিবার তিনি ইঙ্গিত দেন, তালেবানদের সম্মতিতেই যুক্তরাষ্ট্র এই ঘাঁটিটি অধিগ্রহণ করতে পারে। তবে বাগরামের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে কি ধরনের চুক্তি হতে পারে তা স্পষ্ট নয়। এটি তালেবানদের জন্য একটি উল্লেখযোগ্য পরিবর্তন হবে, যারা মার্কিন সেনাদের বিতাড়িত করার এবং মার্কিন-সমর্থিত সরকারের কাছ থেকে দেশটি পুনরুদ্ধারের জন্য লড়াই করেছিল।
নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা বলেন, বাগরাম বিমান ঘাঁটি সামরিকভাবে দখলের কোনো পরিকল্পনা নেই। তবে ঘাঁটিটির নিয়ন্ত্রণ নেয়ার যেকোনো প্রচেষ্টায় বড় ধরনের উদ্যোগের প্রয়োজন হবে।
ওই কর্মকর্তা বলেন, বাগরাম বিমান ঘাঁটি দখল ও নিয়ন্ত্রণে রাখতে হাজার হাজার সৈন্যের প্রয়োজন হবে। ঘাঁটিটি মেরামতের জন্য বহু অর্থের প্রয়োজন হবে। স্থলবেষ্টিত দেশ আফগানিস্তানে একপ্রকার বিচ্ছিন্ন হয়ে থাকা এই ঘাঁটিতে প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহও জটিল হবে।
মার্কিন সেনাবাহিনী ঘাঁটির নিয়ন্ত্রণ নেয়ার পরেও, এর চারপাশের বিশাল পরিধি পরিষ্কার এবং ধরে রাখার জন্য একটি বিশাল উদ্যোগের প্রয়োজন হবে, যাতে সেখানে অবস্থান করা বাহিনীর বিরুদ্ধে রকেট হামলা চালানোর জন্য এলাকাটি ব্যবহার না করা যায়।
এর আগে, ফেব্রুয়ারিতে ট্রাম্প অভিযোগ করেছিলেন, বাইডেন ঘাঁটিটি ছেড়ে দিয়েছেন। তিনি বলেছিলেন, সেখানে অন্তত কিছু মার্কিন সেনা মোতায়েন রাখা উচিত ছিল। যদিও তালেবানের সাথে ট্রাম্পের ২০২০ সালের ফেব্রুয়ারিতে করা চুক্তিতে মার্কিন নেতৃত্বাধীন সব সেনা প্রত্যাহারের কথা উল্লেখ ছিল।
২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগনের পর্যালোচনা করার সময় ট্রাম্প এই মন্তব্য করলেন। তার প্রশাসনের অনেক নীতিনির্ধারদের মতে, বর্তমানে চীনের সাথে প্রতিযোগিতা যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এর থেকে মনোযোগ সরানোর জন্য ট্রাম্প বাগরামের বিষয়টি সামনে এনেছেন।
সূত্র : রয়টার্স