আফগানিস্তানের উত্তরাঞ্চলে ৬.৩ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ২৭ জন নিহত এবং সাত শতাধিক আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। সোমবার (৩ নভেম্বর) স্থানীয় সময় ভোর ১টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে।
দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা বাখতার নিউজ জানিয়েছে, ভূমিকম্পটি বালখ, সামাঙ্গান, সার-ই-পুল, বাগলান ও কুন্দুজসহ বেশ কয়েকটি উত্তরাঞ্চলীয় প্রদেশে আঘাত হানে। এতে ৭৩০ জন আহত হয়। বেশিভাগ হতাহতের খবর পাওয়া গেছে উত্তরাঞ্চলীয় সামাঙ্গান ও বালখ প্রদেশে।
আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির মতে, ভূমিকম্পে ‘ব্যাপক হতাহত ও আর্থিক ক্ষতি হয়েছে’। জীবিতদের সন্ধানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।
বালখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরীফেও হতাহতের পাশাপাশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ঐতিহাসিক রওজা মোবারকেরও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
কর্মকর্তাদের মতে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় বাঘলান প্রদেশেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বাদাখশান প্রদেশের শাহর-ই-বোজর্গ জেলার চোগানি গ্রামে প্রায় ৮০০ ঘরবাড়ি আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি
আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৭
নয়া দিগন্ত অনলাইন
আফগানিস্তানের উত্তরাঞ্চলে ৬.৩ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ২৭ জন নিহত এবং সাত শতাধিক আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। সোমবার (৩ নভেম্বর) স্থানীয় সময় ভোর ১টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে।
দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা বাখতার নিউজ জানিয়েছে, ভূমিকম্পটি বালখ, সামাঙ্গান, সার-ই-পুল, বাগলান ও কুন্দুজসহ বেশ কয়েকটি উত্তরাঞ্চলীয় প্রদেশে আঘাত হানে। এতে ৭৩০ জন আহত হয়। বেশিভাগ হতাহতের খবর পাওয়া গেছে উত্তরাঞ্চলীয় সামাঙ্গান ও বালখ প্রদেশে।
আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির মতে, ভূমিকম্পে ‘ব্যাপক হতাহত ও আর্থিক ক্ষতি হয়েছে’। জীবিতদের সন্ধানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।
বালখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরীফেও হতাহতের পাশাপাশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ঐতিহাসিক রওজা মোবারকেরও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
কর্মকর্তাদের মতে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় বাঘলান প্রদেশেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বাদাখশান প্রদেশের শাহর-ই-বোজর্গ জেলার চোগানি গ্রামে প্রায় ৮০০ ঘরবাড়ি আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি
 


