বাগরাম ঘাঁটিকে যুক্তরাষ্ট্রের কাছে সোপর্দের ব্যাপারে কোনো ধরনের সমঝোতায় যেতে রাজি নয় আফগানিস্তান। একইসাথে দেশের একবিন্দু ভূমিও কাউকে ব্যবহারের অনুমতি দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেয়া হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতি বাগরাম ঘাঁটি ফিরিয়ে দেয়ার দাবি জানানোর পর কাবুলে অনুষ্ঠিত এক সভায় এই বার্তা দিয়েছেন দেশটির সেনাপ্রধান ফসিহুদ্দিন ফিতরত।
আফগান সেনাপ্রধান বলেন, আফগানবাসী নিশ্চিন্তে থাকতে পারেন যে আমরা দেশের একবিন্দু জায়গার ব্যাপারেও কোনো সমঝোতা করব না এবং এটি কোনোভাবেই সম্ভব নয়।
কাবুল থেকে আল জাজিরার প্রতিনিধি ফজলুল কাহের আল কাজি জানান, ফিতরাত বলেছেন যে তারা কোনো অহঙ্কারী বা স্বৈরাচারী শক্তিকেই ভয় পান না। গত ২০ বছর যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে করা যুদ্ধই এই মনোভাব প্রকাশের জন্য যথেষ্ট।
আফগান কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রকে দোহা চুক্তির কথা স্মরণ করিয়ে বলেন যে তারা যেন চুক্তি অনুযায়ী আফগানিস্তানের বিরুদ্ধে কোনো হুমকি না দেয় এবং শক্তি প্রয়োগের চেষ্টা না করে।
তারা আরো জানিয়েছে, ওয়াশিংটন ও কাবুলের দ্বিপক্ষীয় আলোচনায় জানানো হয়েছিল যে আফগানিস্তানের স্বাধীনতা ও সার্বভৌমত্ব উভয়ের কাছেই সর্বোচ্চ গুরুত্ব পাবে।
সূত্র : আল জাজিরা