পশ্চিমতীরের কয়েকটি গ্রাম দখলের সামরিক নির্দেশ জারি ইসরাইলের

এর লক্ষ্য হলো অবৈধ ইয়াকির ও কার্নেই শোমরন বসতি, একইসাথে ইমানুয়েল বসতি এবং কার্নেই শোমরন বসতিকে সংযুক্তকারী রাস্তার নতুন অংশ তৈরি করার জন্য প্রায় ১৬টি দুনাম (৩.৯ একর) জমি জব্দ করা।

নয়া দিগন্ত অনলাইন
পশ্চিমতীরে বসতি স্থাপন
পশ্চিমতীরে বসতি স্থাপন |সংগৃহীত

পশ্চিমতীরের কয়েকটি গ্রাম দখলের সামরিক নির্দেশ জারি করেছে ইসরাইলি কতৃপক্ষ। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিমতীরের কালকিলিয়া শহরের পূর্বে জিনসাফুট গ্রাম থেকে জমি জব্দ করার জন্য দু’টি সামরিক আদেশ জারি করেছে। এর লক্ষ্য হলো অবৈধ ইয়াকির ও কার্নেই শোমরন বসতি, একইসাথে ইমানুয়েল বসতি এবং কার্নেই শোমরন বসতিকে সংযুক্তকারী রাস্তার নতুন অংশ তৈরি করার জন্য প্রায় ১৬টি দুনাম (৩.৯ একর) জমি জব্দ করা।

বসতিগুলো ফিলিস্তিনি গ্রাম জিনসাফুট, আমাতিন, কাফর লাকিফ, ফারাতা ও দেইর ইসতিয়ার জমিতে অবস্থিত।

এই সিদ্ধান্তের ফলে প্রায় ১৫০ জন কৃষক তাদের কৃষিজমি ব্যবহার থেকে বঞ্চিত হবেন।

সূত্র : আল জাজিরা