ভারতের তিনটি কফ সিরাপে ক্ষতিকর উপাদান শনাক্ত হওয়ার পর সোমবার (১৩ অক্টোবর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি স্বাস্থ্য পরামর্শমূলক সতর্কতা জারি করেছে। একইসাথে বিভিন্ন দেশের কর্তৃপক্ষকে তাদের নিজ নিজ দেশে ওই তিনটি কফ সিরাপ ব্যবহারের বিষয়ে কোনো তথ্য পেলে তা জানাতে বলা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ওই তিনটি কফ সিরাপ হলো স্রেসান ফার্মাসিউটিক্যালসের কোল্ডরিফ, রেডনেক্স ফার্মাসিউটিক্যালসের রেসপিফ্রেশ টিআর ও শেপ ফার্মার রিলাইফ। এই সিরাপগুলোর নির্দিষ্ট কয়েকটি ব্যাচে মাত্রাতিরিক্ত রাসায়নিক উপাদান পাওয়া গেছে।
সংস্থাটি বলেছে, শনাক্ত হওয়া সিরাপগুলো গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে এবং জীবনকে হুমকির মুখে ঠেলে দিতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ভারতের স্বাস্থ্য কর্তৃপক্ষ সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) জানিয়েছে, এই সিরাপগুলো পান করে সম্প্রতি মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলায় যে শিশুদের মৃত্যু হয়েছে, তাদের সবার বয়স পাঁচ বছরের কম।
কাশির ওষুধটিতে অনুমোদিত সীমার প্রায় ৫০০ গুণ বেশি পরিমাণে বিষাক্ত ডাইথিলিন গ্লাইকল ছিল। সিডিএসসিও জানিয়েছে, এই ওষুধগুলো ভারত থেকে অন্য কোথাও রফতানি করা হয়নি। অবৈধ পথে দেশের বাইরে পাঠানোর কোনো প্রমাণও পাওয়া যায়নি।
এদিকে, শুক্রবার মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনও নিশ্চিত করেছে, এই বিষাক্ত কাশির সিরাপগুলো যুক্তরাষ্ট্রে পাঠানো হয়নি।
সূত্র : রয়টার্স