ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন সফর উপলক্ষে সাজসজ্জাকে ঘিরে পুলিশ ও স্থানীয় জনতার মধ্যে সংঘর্ষ হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে বিএসএফ ঘাঁটির কাছে চূড়াচাঁদপুরের পিয়ারসনমুন এলাকায় ঘটনাটি ঘটেছে ।
বিএসএফের ওই ঘাঁটিতেই মোদিকে বহনকারী হেলিকপ্টারটির অবতরণ করার কথা রয়েছে। সফরসূচি অনুযায়ী, পিস গ্রাউন্ডে একটি সমাবেশ করবেন তিনি। ঘাঁটি থেকে সমাবেশস্থলের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার। যে রাস্তা দিয়ে তিনি সমাবেশে যাবেন, সেই রাস্তার পুরো অংশটি বিভিন্ন রঙের পতাকা ও ব্যানারে সাজানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে চুরাচাঁদপুর থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে, একদল মানুষ এই ব্যনারগুলো ভেঙে ফেলছে, তাতে আগুন ধরিয়ে দিচ্ছে। একপর্যায়ে পুলিশের সদস্যদের সাথে তাদের সংঘর্ষ হয়। তাদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ লাঠিচার্জ করে।
পরে নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণও ছিল সামান্য।
শহরে পুলিশ, সিআরপিএফ, বিএসএফ ও আসাম রাইফেলসসহ বিশাল নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকার মধ্যেই এই ঘটনা ঘটে। নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে মণিপুরের পুলিশ প্রধান আগের দিন শহরে অবস্থান করছিলেন।
একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, মোদির সফরের দিন শহরে প্রায় ১০ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে।
উল্লেখ্য, মণিপুরে ২০২৩ সালের মে মাসে সংঘাত শুরু হয়। সে সময় একবারও মণিপুর সফরে যাননি মোদি। ১৩ সেপ্টেম্বরের এই সফরটি হবে সংঘাত শুরুর পর মণিপুরে তার প্রথম সফর।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস