পশ্চিমবঙ্গে খনিজ তেলের সন্ধান, উত্তোলনে প্রস্তুত ভারত!

ভারত সরকারের আশা- এই আবিষ্কার দেশটির জ্বালানি শক্তির ভাণ্ডারকে সমৃদ্ধ করবে।

নয়া দিগন্ত অনলাইন
প্রতীকী ছবি

ভারতের পশ্চিমবঙ্গে তেল ও গ্যাসের দুটি ব্লকের সন্ধান পাওয়া গেছে বলে দাবি করেছে দেশটির একাধিক সংবাদমাধ্যম। একইসাথে এ-ও দাবি করা হয়েছে যে, এরই মধ্যে সেখান থেকে খনিজ তেল ও গ্যাস উত্তোলনে প্রস্তুতি গ্রহণ করছে ভারত সরকার।

শুক্রবার (২৫ জুলাই) ভারতের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার কাঁকপুল ও নদিয়া জেলার রানাঘাটে গ্যাস ও তেলের ওই ব্লক দুটির সন্ধান মিলেছে। ভারতের সংসদে বিজেপি দলীয় সংসদ সদস্য শমীক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পেট্রোলিয়াম মন্ত্রণালয়।

সম্প্রতি রাজ্যসভায় খনিজ সম্পদ বিষয়ে প্রশ্ন করেন শমীক। তার জবাবে ভারতীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, এই দুই ব্লকে আনুমানিক ০.৯৮ মিলিয়ন মেট্রিক টন খনিজ সম্পদ রয়েছে, যার বাজার মূল্য ৪১ হাজার ৭০ কোটি ভারতীয় রুপি।

মন্ত্রণালয়টি আরো জানায়, এই খনিজ ভাণ্ডার ভারতের অর্থনীতির চেহারা বদলে দিতে পারে। মহামূল্য এই সম্পদ উত্তোলনে মাঠে নামেছে দেশটির অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস করপোরেশন (ওএনজিসি)। সংস্থাটির অধীনে WB-ONN-2005/4 নম্বর ব্লকে এই সম্পদ আবিষ্কৃত হয়েছে। ভারত সরকারের আশা- এই আবিষ্কার দেশটির জ্বালানি শক্তির ভাণ্ডারকে সমৃদ্ধ করবে।