তালেবানকে উৎখাত করার জন্য খুব বেশি শক্তির প্রয়োজন নেই : পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী

তালেবানকে উৎখাত করার জন্য খুব বেশি শক্তির প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী |ডন

তালেবানকে উৎখাত করার জন্য খুব বেশি শক্তির প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

বুধবার (২৯ অক্টোবর) পাকিস্তানি গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী বলেন, পাকিস্তানের শক্তি সম্পর্কে হয়তো তালেবানের সঠিক ধারণা নেই। তারা যদি যুদ্ধ করার ইচ্ছে করে, তাহলে মানুষ তাদের এই দুঃসাহস দেখে হাসবে। কারণ, তালেবানকে উৎখাত করার জন্য পাকিস্তানের খুব বেশি শক্তির প্রয়োজন হবে না।

তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে আফগানিস্তান ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সংলাপ অনুষ্ঠিত হয়। ওই সংলাপ ব্যর্থ হওয়ার পর পাক প্রতিরক্ষামন্ত্রী বলেন, তালেবান যদি ইসলামাবাদের হিম্মতের পরীক্ষা নিতে চায়, তাহলে তাদের শেষ পরিণামের জন্য প্রস্তুত থাকতে হবে।

তালেবানকে উদ্দেশ্য করে এক এক্সবার্তায় খাজা আসিফ বলেন, আমরা আপনাদের অনেক অকৃতজ্ঞতা সহ্য করেছি। আর সহ্য করতে পারব না।

তিনি আরো বলেন, পাকিস্তানের ভেতর আর যদি কোনো আত্মঘাতি কিংবা উগ্রবাদী হামলা হয়, তাহলে এর জন্য তালেবানকে চড়া মূল্য পরিশোধ করতে হবে।

পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী বলেন, মিত্র দেশগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা সংলাপে অংশগ্রহণ করেছি। কিন্তু আফগানিস্তানের কিছু নেতৃবৃন্দের গুরুতর বক্তব্য তালেবানের দ্বিচারিতাকে প্রকাশ করে।

এক্সবার্তায় তিনি আরো বলেন, আমি নিশ্চিত করে বলতে পারি যে তালেবানকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য এবং তাদেরকে আবারো গুহায় ফেরত পাঠাতে পাকিস্তানের খুব বেশি শক্তি খরচ করতে হবে না।

সূত্র : ডন