পাকিস্তানে ভারী বৃষ্টি-আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৩৪৪

পাকিস্তানে প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় গত ৪৮ ঘণ্টায় কমপক্ষে ৩৪৪ জনের মৃত্যু হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
আজাদ কাশ্মিরের মুজাফফরাবাদের উপকণ্ঠে বন্যার পানিতে সেতু ভেঙে গেছে
আজাদ কাশ্মিরের মুজাফফরাবাদের উপকণ্ঠে বন্যার পানিতে সেতু ভেঙে গেছে |সংগৃহীত

পাকিস্তানে প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় গত ৪৮ ঘণ্টায় কমপক্ষে ৩৪৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩২৮ জনের মৃত্যু হয়েছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১২০ জন। শনিবার (১৬ আগস্ট) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

প্রাদেশিক উদ্ধারকারী সংস্থা এএফপিকে জানিয়েছে, প্রায় দুই হাজার উদ্ধারকর্মী ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধার এবং নয়টি ক্ষতিগ্রস্ত জেলায় ত্রাণ কার্যক্রম পরিচালনায় নিয়োজিত রয়েছেন। বৃষ্টিপাতের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

খাইবার পাখতুনখোয়ার উদ্ধারকারী সংস্থার মুখপাত্র বিলাল আহমেদ ফয়েজি বলেন, ‘ভারী বৃষ্টিপাতসহ বেশ কয়েকটি এলাকায় ভূমিধস এবং রাস্তাঘাট ভেসে যাওয়ার কারণে ত্রাণ সরবরাহে, বিশেষ করে ভারী যন্ত্রপাতি ও অ্যাম্বুলেন্স পরিবহনে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। বেশিভাগ এলাকায় রাস্তা বন্ধ থাকার কারণে উদ্ধারকর্মীরা পায়ে হেঁটে দুর্গম অঞ্চলে তৎপরতা চালাচ্ছেন।’

এমন পরিস্থিতিতে প্রাদেশিক সরকার বুনের, বাজাউর, সোয়াত, শাংলা, মানসেহরা ও বটগ্রামের পাহাড়ি জেলাগুলিকে দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে ঘোষণা করেছে।

আবহাওয়া বিভাগ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করে জনগণকে ‘সতর্কতামূলক ব্যবস্থা’ গ্রহণের আহ্বান জানিয়েছে।

সূত্র : এএফপি