বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর, ২০২৫) ভোরে কর্ণাটকের চিত্রদুর্গ জেলার হিরিয়ুরের কাছে ৪৮ নম্বর জাতীয় সড়কে একটি কন্টেইনার ট্রাক একটি বিলাসবহুল স্লিপার বাসকে ধাক্কা দিলে ১১ জনেরও বেশি লোকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
ভারতের কর্ণাটকের চিত্রদুর্গ জেলায় একটি ট্রাকের সাথে স্লিপার বাসের সংঘর্ষে আগুন লেগে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে জাতীয় সড়ক-৪৮ দুর্ঘটনাটি ঘটেছে। বাসটি বেঙ্গালুরু থেকে শিবমোগার দিকে যাচ্ছিল।
পূর্বাঞ্চলীয় পুলিশের মহাপরিদর্শক রবিকান্তে গৌড়া জানিয়েছেন, ৩২ জন যাত্রী নিয়ে বাসটি গোকর্ণায় যাচ্ছিল। পথে অপরদিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষের ফলে বাসটিতে আগুন লেগে যায়। নিহতদের বেশিভাগই গাড়ির ভেতরে আগুনে পুড়ে মারা যান।
তিনি আরো বলেন, ট্রাকটি ডিভাইডারের ওপর উঠে যায় এবং বাসটিকে ধাক্কা দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকটি বাসের জ্বালানি ট্যাঙ্কে ধাক্কা দিয়ে থাকতে পারে, যার ফলে আগুন ধরে যায়। কয়েকজন যাত্রী আগুন থেকে বেঁচে যেতে সক্ষম হয়েছেন।
বাসের চালক ও ক্লিনার পালিয়ে গেছেন। তবে ট্রাকের চালক ও এর ক্লিনার নিহত হয়েছেন।
এদিকে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগুনে নিহত যাত্রীদের পরিবারকে দুই লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি।
সূত্র : দ্য হিন্দু ও এনডিটিভি



