ইরান ও পাকিস্তান থেকে দেশে ফিরেছে ৮৩০ আফগান পরিবার। শনিবার (১২ অক্টোবর) দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম বাখতার নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে শরণার্থীবিষয়ক হাই কমিশন সূত্রে বলা হয়েছে, বিভিন্ন সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন ৮৩০ আফগান পরিবার। প্রত্যেককে তাদের নিজ নিজ প্রদেশে পৌঁছিয়ে দেয়া হয়েছে। এর মধ্যে ২৪১ পরিবারকে তোরখামে, ৪৯ পরিবারকে বাহরামচায়, ১৭৩ পরিবারকে স্পিন বোলদাকে এবং ৫১৬ পরিবারকে কাবুলে পৌঁছানো হয়েছে।
সূত্রটি আরো জানিয়েছে, নিমরুজ সীমান্ত ক্রসিং দিয়ে ফিরে আসা ১,২৮৯ জন ছাড়াও মোট প্রত্যাবর্তনকারীর সংখ্যা ৪,৩০১ জনে পৌঁছেছে।
হাই কমিশন জানিয়েছে, প্রত্যাবর্তনকারীদের নিবন্ধন করা হয়েছে। এছাড়া তাদেরকে আর্থিক সহায়তা ও অস্থায়ী নিবাস দেয়া হয়েছে। এছাড়া তাদের যোগাযোগের জন্য ৬৩৬টি সিমকার্ডও বিতরণ করা হয়েছে।
সূত্র : বাখতার নিউজ এজেন্সি



