পাকিস্তানের পুলিশ ও নিরাপত্তা সূত্র জানিয়েছে, সোমবার সীমান্তের দুর্গম অঞ্চলে বিমান হামলায় অন্তত ২৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সাম্প্রতিক সময়ে এ এলাকায় উগ্রবাদ বৃদ্ধি পাচ্ছে।
পেশোয়ার থেকে এএফপি জানায়, এলাকার এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘চারটি বাড়ি লক্ষ্য করে যুদ্ধ বিমান দিয়ে হামলা চালানো হয়। এতে বাড়িগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।’
তবে প্রাণঘাতী এই হামলা কারা চালিয়েছে তা তিনি উল্লেখ করেননি।
পেশোয়ারভিত্তিক এক নিরাপত্তা কর্মকর্তা -যিনি হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন- জানান, ওই এলাকায় পাকিস্তানি তালেবানের বহু আস্তানা রয়েছে।
সূত্র : এএফপি/বাসস