পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১১

কোয়েটার একটি স্টেডিয়ামের পার্কিং লটে এই বিস্ফোরণ ঘটে। সেখানে বেলুচিস্তান ন্যাশনাল পার্টির (বিএনপি) শত শত সদস্য জড়ো হয়েছিলেন।

নয়া দিগন্ত অনলাইন
ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত একটি গাড়ি পরিদর্শন করছেন নিরাপত্তা কর্মীরা
ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত একটি গাড়ি পরিদর্শন করছেন নিরাপত্তা কর্মীরা |সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানে এক রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১১ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিম প্রদেশের রাজধানী কোয়েটায় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে বলে দুই কর্মকর্তা জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা জানান, কোয়েটার একটি স্টেডিয়ামের পার্কিং লটে এই বিস্ফোরণ ঘটে। সেখানে বেলুচিস্তান ন্যাশনাল পার্টির (বিএনপি) শত শত সদস্য জড়ো হয়েছিলেন। দলটি বেলুচ জাতিগোষ্ঠীর সদস্যদের কল্যাণে বৃহত্তর অধিকার ও অর্থনৈতিক বিনিয়োগের আহ্বান জানিয়ে একটি প্ল্যাটফর্মে প্রচারণা চালাচ্ছে।

পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তান প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও দরিদ্রতম। প্রদেশটিতে পাকিস্তানি বাহিনী এক দশকেরও বেশি সময় ধরে বিদ্রোহের বিরুদ্ধে লড়াই করছে। ২০২৪ সালে এই অঞ্চলে সহিংসতা তীব্রভাবে বেড়েছে। এর মধ্যে সহিংসতায় ৭৮২ জন নিহত হয়েছেন।

গত মার্চ মাসে, বিচ্ছিন্নতাবাদী বেলুচ লিবারেশন আর্মি প্রদেশটিতে একটি ট্রেন দখল করে। তিন দিনের অবরোধে শত শত যাত্রীকে বন্দী করে এবং কর্তব্যরত নিরাপত্তা বাহিনীকে হত্যা করে।

এএফপির পরিসংখ্যান অনুসারে, ১ জানুয়ারি থেকে বেলুচিস্তান ও পার্শ্ববর্তী প্রদেশ খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতায় ৪৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের বেশিভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য।

এদিকে মঙ্গলবার খাইবার পাখতুনখোয়া শহরের বান্নুতে একটি আধাসামরিক সদর দফতরে হামলায় ছয় সৈন্য নিহত হয়েছেনে বলে জানায় সামরিক বাহিনী।

নাম প্রকাশ না করার শর্তে একজন সরকারি কর্মকর্তা এএফপিকে বলেন, ‘একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক ভর্তি গাড়িটি এফসি ক্যাম্পের গেটে ঢুকিয়ে দেয়। এরপর আরো পাঁচজন আত্মঘাতী হামলাকারী প্রবেশ করে।’

ওই কর্মকর্তা আরো বলেন, পরবর্তীতে ১২ ঘণ্টা ধরে গোলাগুলি হয় এবং শেষ পর্যন্ত ছয় হামলাকারী নিহত হলে অভিযান শেষ হয়।

সূত্র : বাসস