আফগানিস্তানের সাথে শান্তি আলোচনা ব্যর্থ : পাকিস্তান

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধবিরতি-বিষয়ক এই আলোচনা কাতার ও তুরস্কের মধ্যস্থতায় হয়েছিল।

নয়া দিগন্ত অনলাইন

পাকিস্তান বুধবার (২৯ অক্টোবর) জানিয়েছে, আফগানিস্তানের সাথে স্থায়ী যুদ্ধবিরতির জন্য যে আলোচনা চলছিল তা ‘কার্যকর কোনো সমাধানে পৌঁছাতে ব্যর্থ’ হয়েছে। একইসাথে দেশের জনগণকে রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে সতর্ক করেছে দেশটি।

চার দিনের ইস্তানবুল আলোচনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, ‘দুর্ভাগ্যজনক বিষয়, আফগান পক্ষ কোনো আশ্বাস দিচ্ছে না। বরং মূল বিষয় এড়িয়ে যাচ্ছে। দোষারোপের মনোভাব রেখে ও কথা ঘুরিয়ে ছলচাতুরির আশ্রয় নিচ্ছে। এই সংলাপ সেজন্য কোনো কার্যকর সমাধান আনতে ব্যর্থ হয়েছে।’

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধবিরতি-বিষয়ক এই আলোচনা কাতার ও তুরস্কের মধ্যস্থতায় হয়েছিল। দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুই দেশের মধ্যে কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতি সীমান্ত সংঘাতের পরে শান্তি স্থাপনের চেষ্টা করা হয় ইস্তানবুল আলোচনায়।

গত ৯ অক্টোবর কাবুলে বিস্ফোরণের পর এই সংঘাত ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের জন্য পাকিস্তানকে দায়ী করে আফগান কর্তৃপক্ষ। দুই দেশের সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে ক্রমশ খারাপের দিকে গেছে। বিশেষ করে পাকিস্তানে হামলাকারী উগ্রবাদী গোষ্ঠীকে আফগানিস্তান আশ্রয় দিচ্ছে বলে বরাবর অভিযোগ করে আসছে ইসলামাবাদ।

৪৮ ঘণ্টার প্রাথমিক যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গত ১৯ অক্টোবর দোহায় আলোচনার মাধ্যমে নতুন একটি শান্তিচুক্তি হয়। তারার বলেন, পাকিস্তান শান্তির মনোভাব নিয়ে আফগানিস্তানের সাথে যোগাযোগ করেছে। কিন্তু কাবুল পাকিস্তানের বিরোধী উগ্রবাদীদের সমর্থন দেয়া অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেন তিনি।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আরো বলেন, ‘আমাদের জনগণকে সন্ত্রাসের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রয়োজনীয় সব সম্ভাব্য ব্যবস্থা নেয়া হবে।’ একইসাথে তিনি তাদের আশ্রয়স্থল, সহযোগী ও সমর্থকদের সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়ার হুঁশিয়ারিও দেন।

আফগানিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র : বাসস