পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৩০

৭ থেকে ৮ অক্টোবর রাতে ভারতীয় প্রক্সি ফিতনা আল খোয়ারিজের সদস্যদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ওরাকজাই জেলায় অভিযান পরিচালনা করে।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তান সেনাবাহিনী
পাকিস্তান সেনাবাহিনী |সংগৃহীত

পাকিস্তানের ওরাকজাইতে সেনাবাহিনীর ওপর উগ্রবাদী গোষ্ঠী ফিতনা আল-খাওয়ারিজের হামলার পর সেখানে অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। অভিযানে ফিতনা আল-খাওয়ারিজের কমপক্ষে ৩০ জন সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার (১০ অক্টোবর) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার ওরাকজাই জেলায় হওয়া ওই হামলায় পাকিস্তান সেনাবাহিনীর দুই কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ তারিক ও মেজর তৈয়ব রাহাতসহ ১১ জন সেনাসদস্য নিহত হন। ধারণা করা হচ্ছে, নিহত উগ্রবাদীরা ওই হামলার পেছনে জড়িত ছিলেন।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, ৭ থেকে ৮ অক্টোবর রাতে ভারতীয় প্রক্সি ফিতনা আল খোয়ারিজের সদস্যদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ওরাকজাই জেলায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সেনাসদস্যসহ ১৯ জন উগ্রবাদীও নিহত হন।

এর কয়েক ঘণ্টা আগে, খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খানে আরেকটি অভিযানে সাতজন ভারতীয় প্রক্সি উগ্রবাদী নিহত হন। আইএসপিআর অনুসারে, উগ্রবাদীদের উপস্থিতির খবর পেয়ে ৮ অক্টোবর দারাবান এলাকায় অভিযান চালানো হয়।