ভারতের ছত্তিশগড়ে যাত্রীবাহী ট্রেনের সাথে একটি মালবাহী ট্রেনের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০ জন। মঙ্গলবার (৫ নভেম্বর) বিলাসপুর জেলার বিলাসপুর-কাটনি সেকশনের লাল খাদান এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে।
সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে যাত্রীবাহী ট্রেনের সামনের বগিটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতেও দেখা গেছে, যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন ও সামনের বগিগুলো দুমড়ে-মুচড়ে গেছে।
দুর্ঘটনার পরপরই রেল কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) নিয়ে গঠিত উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে যায়।
ঘটনাস্থলে মেডিক্যাল টিম ও অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়। ট্রেনের ভেতরেই গুরুতর আহতদের চিকিৎসা দেন চিকিৎসকরা। ধ্বংসাবশেষের কারণে তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। পরে আহতদের নিকটবর্তী হাসপাতালেও স্থানান্তর করা হয়।
সংঘর্ষের ফলে ওভারহেড বৈদ্যুতিক তার ও সিগন্যালিং সিস্টেমের ব্যাপক ক্ষতি হয়েছে। যার ফলে পুরো রুটজুড়ে রেল চলাচল ব্যাহত হচ্ছে।
বেশ কিছু এক্সপ্রেস ও যাত্রীবাহী ট্রেন বাতিল বা পথ পরিবর্তন করা হয়েছে, এবং আটকে পড়া যাত্রীদের জন্য বিকল্প পরিবহনের ব্যবস্থা করা হচ্ছে।
সূত্র : এনডিটিভি



