আফগান সীমান্তের কাছে বোমা বিস্ফারণে নিহত ৩ পাকিস্তানি পুলিশ

স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বোমা হামলার জন্য তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-কে দোষারোপ করেছেন।

নয়া দিগন্ত অনলাইন

পাকিস্তানের আফগানিস্তান সীমান্তের কাছে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে তিন পুলিশ সদস্য নিহত এবং আরো দুইজন আহত হয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) অস্থিতিশীল খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটেছে।

এই অঞ্চলে চলমান সহিংসতার কারণে সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

নিকটবর্তী শহর দেরা ইসমাইল খানের পুলিশ কর্মকর্তা আলি হামজা বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিস্ফোরণটি ‘ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস’ দিয়ে ঘটানো হয়েছে।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বোমা হামলার জন্য তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-কে দোষারোপ করেছেন। এই গোষ্ঠীটি দীর্ঘদিন ধরেই প্রদেশে হামলা চালিয়ে আসছে।

ইসলামাবাদের অভিযোগ, ২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর থেকে আফগানিস্তান টিটিপিকে নিরাপদ আশ্রয় দিচ্ছে। তবে তালেবান পাকিস্তানের এই অভিযোগ অস্বীকার করেছে।

অক্টোবরে দুই দেশের উত্তেজনা ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়। তালেবান ক্ষমতা গ্রহণের পর সীমান্তবর্তী এলাকায় সবচেয়ে ভয়াবহ এই সংঘর্ষে কয়েক ডজন মানুষ নিহত হয়। তারপর থেকে সাময়িকভাবে যুদ্ধবিরতি বহাল থাকলেও উত্তেজনা অব্যাহত রয়েছে।

এদিকে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, কাবুল ও ইসলামাবাদ সৌদি আরবে নতুন করে শান্তি আলোচনা করেছে। দলগুলো যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত হয়েছে বলে জানা গেছে। এক আফগান কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, ইতিবাচক ফলাফলের জন্য কাবুল আরো বৈঠকের জন্য প্রস্তুত।

সূত্র : আল জাজিরা