আফগান-পাকিস্তান সীমান্তে আবার সংঘর্ষ, ৫ পাকিস্তানি সৈন্য নিহত

এছাড়াও আফগানিস্তান থেকে আসা ২৫ জন সশস্ত্র যোদ্ধাও নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।

নয়া দিগন্ত অনলাইন

তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের চলমান শান্তি আলোচনার মধ্যেই আফগানিস্তানের সীমান্তের কাছে নতুন সংঘর্ষে কমপক্ষে পাঁচজন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এ সময় আফগানিস্তান থেকে আসা ২৫ জন সশস্ত্র যোদ্ধাও নিহত হয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে, সশস্ত্র যোদ্ধারা শুক্রবার ও শনিবার আফগানিস্তান থেকে কুররাম ও উত্তর ওয়াজিরিস্তানে প্রবেশের চেষ্টা করেছিল। আফগান কর্তৃপক্ষের বিরুদ্ধে দেশটির ভূখণ্ড থেকে পরিচালিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার অভিযোগ আনে তারা।

এতে আরো বলা হয়েছে, অনুপ্রবেশের চেষ্টা কাবুলের ‘তার মাটি থেকে উদ্ভূত সন্ত্রাসবাদ’ মোকাবেলার প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলেছে।

আফগানিস্তানের সরকার সাম্প্রতিক সংঘর্ষের বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে তারা বরাবরই সশস্ত্র যোদ্ধাদের আশ্রয় দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। তারা অভিযোগ করেছে, পাকিস্তান বিমান হামলা চালিয়ে আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে।

পূর্ণ মাত্রার সংঘাতের পুনরাবৃত্তি রোধে আলোচনার জন্য শনিবার উভয় দেশের প্রতিনিধিদল তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছে। এর কয়েকদিন আগেই সীমান্দে প্রাণঘাতী সংঘাত বন্ধ করতে দোহায় কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এই সংঘাতে কয়েক ডজন মানুষ নিহত ও শত শত আহত হয়েছে।

সূত্র : আল জাজিরা