ভারতে বাড়তি শুল্ক নিয়ে যা বললেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি

মার্কিন ট্রেজারি সেক্রেটারি বলেন, ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদির মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। তবে শুধু রাশিয়ার তেলের জন্য শুল্ক বসানো হয়নি।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট |সংগৃহীত

ভারতের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়তি ২৫ শতাংশ শুল্ক গতকাল বুধবার থেকে চালু হয়েছে। এ নিয়ে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ফক্স বিজনেসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ এবং যুক্তরাষ্ট্র হলো সবচেয়ে বড় অর্থনীতি। আমার মনে হয়, দিনের শেষে আমরা একসাথে আসব।’

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ডয়চে ভেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে তিনি বলেছেন, ‘লিবারেশন ডে-র পরে ভারতীয়রা চুক্তি নিয়ে আলোচনা করতে এসেছিল। কিন্তু এখনো আমাদের চুক্তি হয়নি। আমার মনে হয়েছিল, মে বা জুন মাসের মধ্যে চুক্তি হয়ে যাবে। কিন্তু ওরা আলোচনা করতে থাকল। তাছাড়া তারা রাশিয়া থেকে তেল কিনে লাভ করছে।’

বেসেন্ট বলেন, ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। সর্বোচ্চ পর্যায়ে সম্পর্ক খুবই ভালো। তবে শুধু রাশিয়ার তেলের জন্য শুল্ক বসানো হয়নি।

তিনি বলেন, ‘ভারতের সাথে যুক্তরাষ্টের বিপুল বাণিজ্য ঘাটতি রয়েছে। যখন বাণিজ্য সম্পর্কে মতভেদ হয়, তখন যাদের বাণিজ্যের পরিমাণ কম, তারা সুবিধাজনক অবস্থায় থাকে। যাদের বাণিজ্যের পরিমাণ বেশি, তাদের চিন্তিত হওয়া উচিত। ভারতীয়রা আমাদের কাছে জিনিস বিক্রি করছে। তারা আমাদের পণ্যে খুব বেশি হারে শুল্ক বসিয়ে রেখেছে। সেজন্যই বিপুল পরিমাণ বাণিজ্য ঘাটতি হচ্ছে।’