গাজার বোর্ড অফ পিসে যোগদান করছেন যুদ্ধাপরাধী নেতানিয়াহু

গাজা পরিচালনা ও পুনর্গঠনের জন্য গঠিত বোর্ড অফ পিসে যোগদান করছেন ইসরাইলের যুদ্ধাপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নয়া দিগন্ত অনলাইন
নেতানিয়াহু-ট্রাম্প
নেতানিয়াহু-ট্রাম্প |সংগৃহীত

গাজা পরিচালনা ও পুনর্গঠনের জন্য গঠিত বোর্ড অফ পিসে যোগদান করছেন ইসরাইলের যুদ্ধাপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (২১ জানুয়ারি) সোশ্যাল মিডিয়ার এক বার্তায় নেতানিয়াহুর কার্যালয় এই তথ্য নিশ্চিত করে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজা পরিচালনা ও পুনর্গঠনের জন্য বোর্ড অফ পিস গঠন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে যোগদানের জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন নেতাকে আহ্বান জানিয়েছেন তিনি। এই তালিকায় রয়েছেন ইসরাইলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। অথচ তার বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধের দায়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। তবে মার্কিন প্রেসিডেন্ট আইসিসির ওই পরোয়ানার কোনো তোয়াক্কা করেননি।

সূত্রটি আরো জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের জন্যই মূলত বোর্ড অফ পিস গঠন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এর মধ্য দিয়ে ট্রাম্পের নেতৃত্বাধীন বোর্ড একদিকে গাজায় ইসরাইলের গণহত্যা বন্ধ করার উদ্যোগ নেবে। অন্যদিকে অঞ্চলটির শাসন ক্ষমতা-নির্মাণ, আঞ্চলিক সম্পর্ক পুনর্গঠন, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ ও বৃহৎ পরিসরে তহবিল সংগ্রহের তদারকি করবে।

তবে নেতানিয়াহুর অংশগ্রহণের কারণে বোর্ডের বস্তুনিষ্ঠতা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে বোর্ডে নেতানিয়াহুর যোগদানের বিষয়ে আপত্তি জানিয়েছে তুরস্ক।

সূত্র : আল জাজিরা