নেপালের মাউন্ট ইয়ালুং রিতে তুষারধসে ৭ পর্বতারোহীর মৃত্যু

এই ঘটনায় তিনজন ফরাসি পর্বতারোহী, একজন কানাডিয়ান, একজন ইতালীয় এবং দুইজন নেপালি নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরো চারজন।

নয়া দিগন্ত অনলাইন

নেপালের পূর্বাঞ্চলে ইয়ালুং রি পর্বতে তুষারধসের ঘটনায় পাঁচ বিদেশীসহ কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে বলে গণমাধ্যমের খবরে জানা গেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, পাঁচ হাজার ৬৩০ মিটার বা ১৮ হাজার ৪৭১ ফুট উঁচু ইয়ালুং রি পর্বতে আরোহণের সময় ১৫ জনের দলটি তুষারধসের মধ্যে পড়ে।

ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ জ্ঞান কুমার মাহাতো বলেন, ‘তুষারধসে ঢালে থাকা সবাই বরফের নিচে চাপা চাপা পড়ে। আমরা তথ্য দেরিতে পেয়েছি। প্রতিকূল আবহাওয়ার কারণে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে দেরি হয়েছে।’

মাহাতো বলেন, এই ঘটনায় তিনজন ফরাসি পর্বতারোহী, একজন কানাডিয়ান, একজন ইতালীয় এবং দুইজন নেপালি নিহত হয়েছেন। আহত চার নেপালি পর্বতারোহীকে সরিয়ে নেয়া হয়েছে। নেপালের আরো চারজন এখনো নিখোঁজ রয়েছেন।

ইয়ালুং রি নেপালের উত্তর-পূর্বাঞ্চলের রোলওয়ালিং উপত্যকায় অবস্থিত। কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, সোমবারের দুর্ঘটনার আগে উপত্যকাটি বেশ কয়েকদিন ধরে একটানা তুষারপাত ও প্রতিকূল আবহাওয়ার সম্মুখীন হয়েছিল।

মাহাতো বলেন, ভারী তুষারপাত ও মেঘের কারণে ওই অঞ্চলে হেলিকপ্টার ওড়ানো সম্ভব হয়নি। তবে সোমবার সন্ধ্যায় একটি বিমান সেখানে পৌঁছতে পেরেছে।

তিনি আরো জানান, কয়েকটি উদ্ধারকারী দল পায়ে হেঁটে ওই এলাকার উদ্দেশে রওনা হয়েছে এবং মঙ্গলবার সকালে আবার অনুসন্ধান অভিযান শুরু হবে।

সূত্র : আল জাজিরা