তালেবানের ৪০০ যোদ্ধাকে হত্যার দাবি পাকিস্তানের

তালেবানের ৪০০ যোদ্ধাকে হত্যার দাবি করেছে পাকিস্তান।

নয়া দিগন্ত অনলাইন
তালেবানের ৪০০ যোদ্ধাকে হত্যার দাবি পাকিস্তানের
তালেবানের ৪০০ যোদ্ধাকে হত্যার দাবি পাকিস্তানের |আল জাজিরা

তালেবানের ৪০০ যোদ্ধাকে হত্যার দাবি করেছে পাকিস্তান। রোববার (১২ অক্টোবর) দেশটির মিলিটারি মিডিয়া উইংয়ের সূত্রে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানিয়েছে, বিশ্বাসযোগ্য গোয়েন্দা অনুমান ও ক্ষতি মূল্যায়ন করে পাকিস্তানি বাহিনী জানিয়েছে, চলমান সঙ্ঘর্ষে আফগানিস্তানের অন্তত ৪০০ যোদ্ধা নিহত হয়েছে। এছাড়া আরো অনেক আহত হয়েছে।

সূত্রটি আরো জানিয়েছে, এই অভিযানে আফগানিস্তানের অবকাঠামোগতও বেশ ক্ষয়-ক্ষতি হয়েছে। এর মধ্যে সীমান্ত চৌকি, ক্যাম্প, হেডকোয়ার্টারসহ বেশ কয়েকটি নেটওয়ার্কও অন্তর্ভুক্ত রয়েছে। পাকিস্তানের দাবি, তারা আফগানিস্তানের ১৯টি সীমান্ত চৌকি দখল করেছে।

এদিকে, আফগান সরকার জানিয়েছেন, তাদের সীমান্ত অভিযানে পাকিস্তানের ৫৮ সদস্য নিহত হয়েছে। তবে পাকিস্তান ২৩ জনের কথা স্বীকার করেছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে হামলা করে পাকিস্তানি বিমানবাহিনী। এর প্রতিক্রিয়ায় পাল্টা সীমান্ত হামলা চালায় আফগানিস্তান। এই সঙ্ঘর্ষ শুরু হওয়ার পর পাকিস্তান-আফগানিস্তান বর্ডার খুলে দেয়া হয়েছে।

সূত্র : আল জাজিরা