ভারতীয়দের দুঃসংবাদ দিলো ইরান

দেড় বছর আগে ভারতীয়দের জন্য যে ছাড় দেয়া শুরু করেছিল ইরান, তা এবার স্থগিত করে দিচ্ছে তারা।

নয়া দিগন্ত অনলাইন
ভারতীয়দের দুঃসংবাদ দিলো ইরান
ভারতীয়দের দুঃসংবাদ দিলো ইরান |আনন্দবাজার পত্রিকা

বিনা ভিসায় আর ইরানে যেতে পারবেন না ভারতীয় পর্যটকেরা। এবার থেকে ইরানে যেতে গেলে আগাম ভিসা করিয়ে নিতে হবে। দেড় বছর আগে ভারতীয়দের জন্য যে ছাড় দেয়া শুরু করেছিল ইরান, তা এবার স্থগিত করে দিচ্ছে তারা।

ভারতীয়দের জন্য ভিসায় ছাড়ের সিদ্ধান্ত আপাতত বন্ধ করে দিচ্ছে তেহরান। আগামী ২২ নভেম্বর থেকেই কার্যকর হয়ে যাচ্ছে এই সিদ্ধান্ত। কেন হঠাৎ ইরান এই সিদ্ধান্ত নিলো, ইতোমধ্যে সেই ব্যাখ্যাও দিয়েছে নয়াদিল্লি।

ভারতসহ ৩০টি দেশের নাগরিকদের জন্য গত বছরের ফেব্রুয়ারিতে ভিসায় ছাড়ের সিদ্ধান্ত নিয়েছিল ইরান। মূলত পর্যটনের প্রসারের জন্যই এই সিদ্ধান্ত নেয় তারা। তার পর থেকে নির্দিষ্ট কিছু শর্তসাপেক্ষে সাধারণ পাসপোর্ট নিয়ে ভারতীয়েরা বিনা ভিসায় ইরানে প্রবেশ করতে পারতেন। কিন্তু সেই ছাড় এ বার প্রত্যাহার করে নেয়া হচ্ছে। কারণ, কিছু দুষ্কৃতিচক্র ইরানের মাটিকে ব্যবহার করে ভারতীয়দের প্রতারণার ফাঁদে ফেলছে।

এ বিষয়ে ইতোমধ্যে একটি বিবৃতি প্রকাশ করে দেশবাসীকে সাবধান করে দিয়েছে নয়াদিল্লি। পররাষ্ট্র মন্ত্রণালয় ওই বিবৃতিতে জানিয়েছে, চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বা তৃতীয় কোনো দেশে পৌঁছে দেয়ার আশ্বাস দিয়ে ভারতীয়দের ইরানে নিয়ে যাওয়া হচ্ছে। সাম্প্রতিক সময়ে এমন বেশ কিছু ঘটনা সরকারের নজরে এসেছে। ভিসায় ছাড়ের সুযোগ নিয়েই ওই ভারতীয়দের ইরানে নিয়ে যাওয়া হয়। কিন্তু ইরানে পৌঁছোনোর পরে তাদের অনেককেই অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়।

এই পরিস্থিতির কথা উল্লেখ করে নয়াদিল্লি জানিয়েছে, আগামী ২২ নভেম্বর থেকে ইরান সরকার ভারতীয়দের জন্য ভিসায় ছাড়ের সুবিধা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। দুষ্কৃতীরা যাতে এই সুবিধার অপব্যবহার করতে না-পারে, সেই কারণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, ২২ নভেম্বর থেকে ভারতীয়দের ইরানে যেতে গেলে ভিসা নিয়েই যেতে হবে। এ ক্ষেত্রে ইরানে ঘুরতে যাওয়া বা ইরান হয়ে তৃতীয় দেশে যাওয়ার ক্ষেত্রে এজেন্টদের বিষয়ে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

সূত্র : আনন্দবাজার