ভারতের হিমাচল প্রদেশে ভূমিধসে বাস চাপা পড়ে নিহত ১৫

মঙ্গলবার রাতে বিলাসপুর জেলার পার্বত্য সড়কে টানা কয়েক দিনের ভারি বৃষ্টিপাতের কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে।

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীর কর্মীরা জীবিতদের সন্ধান করছেন
জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীর কর্মীরা জীবিতদের সন্ধান করছেন |সংগৃহীত

ভারতের উত্তরাঞ্চলের হিমাচল প্রদেশে ভূমিধসে একটি বাস চাপা পড়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। নিহতদের মধ্যে নয়জন পুরুষ, চারজন নারী ও দুই শিশু রয়েছে।

বুধবার (৮ অক্টোবর) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার রাতে বিলাসপুর জেলার পার্বত্য সড়কে টানা কয়েক দিনের ভারি বৃষ্টিপাতের কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে। বাসটিতে কমপক্ষে ২০ থেকে ২৫ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আহত তিন শিশুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে পুলিশ জানিয়েছে, নিহত বলে ধরে নেয়া নিখোঁজ যাত্রীদের খুঁজে বের করার লক্ষ্যে বুধবারও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ভারতীয় বার্তাসংস্থা এএনআই-এর ভিডিওতে দেখা গেছে, পাহাড়ি রাস্তায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা বাসের ধ্বংসাবশেষ ঘিরে উদ্ধারকর্মীরা মাটি খুঁড়ছেন।

অন্যান্য ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা ভারী যন্ত্রপাতি দিয়ে কাদামাটি সরাচ্ছেন, আবার কেউ যাত্রীদের মালপত্র খুঁজে দেখছেন।

টানা বর্ষণে সোমবার থেকে পাহাড়ি ঢাল আরো বিপদজনক হয়ে পড়েছে। চলতি বছর ভারী বৃষ্টির কারণে দক্ষিণ এশীয় অঞ্চলে প্রায়ই বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে।