ভারতের উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টি ও ভূমিধসে ১৫ জনের প্রাণহানি

মঙ্গলবার দেরাদুন থেকে ১৩টি এবং পিথোরাগড় ও নৈনিতাল এলাকা থেকে দুটি লাশ উদ্ধার করা হয়।

নয়া দিগন্ত অনলাইন

ভারতের হিমালয় রাজ্য উত্তরাখণ্ডে ভূমিধস ও ভারী বৃষ্টিপাতের ফলে কমপক্ষে ১৫ জন নিহত এবং ১৬ জন নিখোঁজ হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এর আগে, মঙ্গলবার দেরাদুন জেলার সহস্ত্রধারা শহরের মধ্য দিয়ে প্রচণ্ড বেগে কাদাযুক্ত পানি প্রবাহিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে পানির স্রোতে ধ্বংস হওয়া দোকানপাট, রাস্তাঘাট ও ঘরবাড়ি দেখা গেছে।

স্থানীয় এক ব্যক্তি বার্তাসংস্থাকে এএনআইকে বলেন, ‘আমার দোকান ভেসে গেছে। এগুলো এখনো খুঁজে পাওয়া যায়নি।’ তিনি আরো জানান, তার দোকানসহ বাজারে আরো সাতটি দোকান ভেসে গেছে।

মঙ্গলবার কর্মকর্তারা দেরাদুন থেকে ১৩টি এবং পিথোরাগড় ও নৈনিতাল এলাকা থেকে দুটি লাশ উদ্ধার করেন বলে জানায় ইন্ডিয়ান এক্সপ্রেস।

উত্তরাখণ্ড বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে রয়েছে, যার জন্য কিছু বিশেষজ্ঞ জলবায়ু পরিবর্তনকে দায়ী করেন। এর আগে, গত আগস্ট মাসে উত্তরাখণ্ডের ধরলি গ্রামে বন্যার পানির স্রোতে ৬০ জনেরও বেশি মানুষ নিখোঁজ হন।

সূত্র : রয়টার্স