পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১০ সশস্ত্র যোদ্ধা নিহত

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর দুই পৃথক অভিযানে ১০ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তান সেনাবাহিনীর সদস্য
পাকিস্তান সেনাবাহিনীর সদস্য |সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলা এবং বেলুচিস্তানের কালাত জেলায় নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে ১০ সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, ২৪ ডিসেম্বর ডেরা ইসমাইল খানের কুলাচি এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে নিরাপত্তা বাহিনীর হাতে বিদ্রোহী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের দুই সদস্য নিহত হয়েছেন।

এতে আরো বলা হয়, অভিযান পরিচালনার সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘাঁটিতে কার্যকরভাবে আক্রমণ করে। এ সময় দলের নেতা দিলওয়ারসহ দুই সদস্য নিহত হন। নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

আইএসপিআরের তথ্যমতে, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে আইনপ্রয়োগকারী সংস্থাগুলো দিলাওয়ারকে খুঁজছিল এবং সরকার তার জন্য ৪০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল।

পৃথক আরেক বিবৃতিতে আইএসপিআর জানিয়েছে, ভারতের মদদপুষ্ট বিদ্রোহী গোষ্ঠী ফিতনা আল হিন্দুস্তানের সদস্যদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ২৪ ডিসেম্বর কালাতে আরেকটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। তীব্র গোলাগুলির এক পর্যায়ে আট সদস্য নিহত হন। তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

সূত্র : ডন