জাপানে নতুন জোট সরকার গঠনে প্রস্তুতি, প্রধানমন্ত্রী হওয়ার পথে তাকাইচি

তাকাইচি চলতি মাসের শুরুতে ক্ষমতাসীন এলডিপির নেতা নির্বাচিত হন। তবে তার নেতৃত্বাধীন জোট সরকার ভেঙে পড়লে তার প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার প্রচেষ্টা ভেস্তে যায়।

নয়া দিগন্ত অনলাইন
রক্ষণশীল দল এলডিপির নেতা সানায়ে তাকাইচি
রক্ষণশীল দল এলডিপির নেতা সানায়ে তাকাইচি |সংগৃহীত

জাপানের ক্ষমতাসীন দল ও প্রধান বিরোধী দল মিলে একটি জোট সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। ফলে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে সানাই তাকাইচির দায়িত্ব নেয়ার পথ খুলে যাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

জাপানের বার্তাসংস্থা কিয়োদো রোববার (১৯ অক্টোবর) জানিয়েছে, রক্ষণশীল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা সানায়ে তাকাইচি এবং ছোট ডানপন্থী দল জাপান ইনোভেশন পার্টির (জেআইপি) প্রধান হিরোফুমি ইয়োশিমুরা সোমবার তাদের জোটের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করতে চলেছেন।

তাকাইচি চলতি মাসের শুরুতে ক্ষমতাসীন এলডিপির নেতা নির্বাচিত হন। তবে তার নেতৃত্বাধীন জোট সরকার ভেঙে পড়লে তার প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার প্রচেষ্টা ভেস্তে যায়।

এরপর থেকেই এলডিপি নতুন রাজনৈতিক জোট গঠনের চেষ্টা চালিয়ে আসছে। যার ফলে প্রধানমন্ত্রী পদের জন্য তার সম্ভাবনা আবারো জোরদার হয়েছে।

কিয়োদো জানিয়েছে, এলডিপি তাকাইচিকে জোট গঠনের দায়িত্ব দিয়েছে। অন্যদিকে জেআইপি রোববার ওসাকায় একটি নির্বাহী বোর্ডের বৈঠক করবে এবং আগামীকাল পার্লামেন্ট সদস্যদের পূর্ণাঙ্গ সভায় এলডিপির সাথে চুক্তির চূড়ান্ত অনুমোদন দেবে।

জাপানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইয়োমিউরি শিম্বুনও জানিয়েছে, তাকাইচি ও ইয়োশিমুরা সোমবার আলোচনার পর জোট গঠনের চুক্তিতে স্বাক্ষর করবেন।

এলডিপির দীর্ঘদিনের সহযোগী দল কোমেইতো ২৬ বছর পর ক্ষমতাসীন জোট ত্যাগ করার পর নতুন জোট সরকার গঠনের আলোচনা শুরু হয়। এতে জাপান রাজনৈতিক অচলাবস্থায় পড়ে।

এলডিপি ও জেআইপি যদি আনুষ্ঠানিকভাবে জোট বাঁধলে তাকাইচি আগামী মঙ্গলবারই প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে পারেন। তবে প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ক্ষেত্রে দুই দল মিলে এখনো দুটি আসনের ঘাটতি রয়েছে।

সূত্র : আল জাজিরা