থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৬৭

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে গত মাসের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৬৭ জনে পৌঁছেছে।

নয়া দিগন্ত অনলাইন
থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৬৭
থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৬৭ |বাসস

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে গত মাসের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৬৭ জনে পৌঁছেছে। আজ বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ তথ্য জানান।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ইকাচাই পিয়েনশ্রীওয়াচারা বলেন, গত নভেম্বর মাসের শেষের দিকে ভারী বৃষ্টিপাত ও বন্যায় থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল প্লাবিত হয়।

২২ নভেম্বর থেকে ২৭ নভেম্বরের মধ্যে দেশটির আটটি প্রদেশে ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে কমপক্ষে ২৬৭ জন মারা গেছে। এদের মধ্যে ১৪২ জনই পর্যটন সমৃদ্ধ হাত ইয়াই জেলার।

সূত্র : এএফপি/বাসস