যুক্তরাষ্ট্রে বিনিয়োগের আগে কর্মীদের ভিসা সমস্যার সমাধান চায় দক্ষিণ কোরিয়া

চলতি মাসের শুরুতে অভিবাসন কর্তৃপক্ষের অভিযানে জর্জিয়ায় নির্মাণাধীন একটি ব্যাটারি প্ল্যান্টের ৩০০ জনেরও বেশি দক্ষিণ কোরীয় কর্মীকে আটক করা হয়। পরে তাদের মুক্তি দিয়ে দেশে পাঠানো হয়।

নয়া দিগন্ত অনলাইন
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন |সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ৩৫০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগের আগে সেখানে কর্মরত দক্ষিণ কোরীয় কর্মীদের ভিসাজনিত সমস্যার সমাধান করতে হবে বলে ইঙ্গিত দিয়েছে দক্ষিণ কোরিয়া। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন বলেছেন, এই উদ্বেগ মোকাবেলায় ওয়াশিংটনের সাথে কাজ করবে সিউল।

সম্প্রতি জর্জিয়ার একটি কারখানায় মার্কিন কর্তৃপক্ষের অভিযানের পর ভিসা ও শুল্ক নিয়ে বিরোধ মেটাতে ওয়াশিংটনের ওপর কূটনৈতিক চাপ বাড়িয়েছে সিউল। যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি ও বিদেশী বিনিয়োগ আহ্বানের মধ্যকার সংঘর্ষের চিত্র স্পষ্ট করে তুলেছে।

চো সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাষ্ট্রে বিনিয়োগের জন্য এটি পূর্বশর্ত না হলেও বাস্তবে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বড় বিনিয়োগ শুরু হওয়ার আগে ভিসা সমস্যার সমাধান নিশ্চিত করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব।’

চলতি মাসের শুরুতে অভিবাসন কর্তৃপক্ষের অভিযানে জর্জিয়ায় নির্মাণাধীন একটি ব্যাটারি প্ল্যান্টের ৩০০ জনেরও বেশি দক্ষিণ কোরীয় কর্মীকে আটক করা হয়। পরে তাদের মুক্তি দিয়ে দেশে পাঠানো হয়। এই ঘটনার পর নতুন কারখানা স্থাপন ও মার্কিন কর্মীদের প্রশিক্ষণ দেয়া সহজ করতে নতুন ভিসা ক্যাটাগরি তৈরির দাবি জানায় কোম্পানিগুলো।

এই অভিযানের পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং সতর্ক করে বলেন, এটি ভবিষ্যতের বিনিয়োগকে বাধাগ্রস্ত করতে পারে। তিনি আরো বলেন, ওয়াশিংটনকে ‘বিনিয়োগ-সম্পর্কিত ভিসা প্রদান স্বাভাবিকভাবে পরিচালিত হয় তা নিশ্চিত করার জন্য’ সিউল চাপ দিচ্ছে।

চলতি সপ্তাহে ওয়াশিংটনে আলোচনা থেকে ফিরে আসা বাণিজ্যমন্ত্রী ইও হান-কু বলেন, তিনি কোরীয় কর্মীদের ভিসা সীমাবদ্ধতাসহ বিনিয়োগ পরিকল্পনার জন্য হুমকিস্বরূপ অন্যান্য বাধাগুলোর কথাও মার্কিন কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছেন।

সূত্র : আল জাজিরা