আসামে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু

ভারতের আসামের হোজাই জেলায় সায়রাং-নয়াদিল্লি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সাতটি হাতি নিহত এবং একটি শাবক আহত হয়েছে। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হলেও কোনো যাত্রী হতাহত হয়নি।

নয়া দিগন্ত অনলাইন
উদ্ধারকাজে রেলওয়ের উদ্ধারকারী দল ও কর্মকর্তারা
উদ্ধারকাজে রেলওয়ের উদ্ধারকারী দল ও কর্মকর্তারা |সংগৃহীত

ভারতের আসাম রাজ্যের আসামের হোজাই জেলায় শনিবার (২০ ডিসেম্বর) সকালে সায়রাং-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কমপক্ষে সাতটি হাতির মৃত্যু হয়েছে এবং একটি শাবক আহত হয়েছে। দুর্ঘটনায় ট্রেনটির ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনায় কোনো যাত্রী আহত হননি।

পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, নয়া দিল্লিগামী ট্রেনটি রাত প্রায় ২টা ১৭ মিনিট নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনাস্থলটি গুয়াহাটি থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে। ঘটনার পরপরই রেলওয়ের উদ্ধারকারী দল ও কর্মকর্তারা সেখানে পৌঁছে কাজ শুরু করেন।

এ ঘটনায় আসাম ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়। ক্ষতিগ্রস্ত বাগির যাত্রীদের ট্রেনের অন্যান্য বগির খালি আসনে সাময়িকভাবে বসানো হয়। গুয়াহাটিতে পৌঁছানোর পর অতিরিক্ত কোচ যুক্ত করে ট্রেনটি আবার যাত্রা শুরু করবে বলে জানানো হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, ঘটনাস্থলটি কোনো নির্ধারিত হাতির চলাচল পথ নয়। ট্রেনচালক দূরে হাতির পাল দেখে জরুরি ব্রেক কষলেও হাতিগুলো ট্রেনের ওপর আছড়ে পড়ে এবং দুর্ঘটনা ঘটে।

সূত্র : এনডিটিভি