হংকংয়ে ভয়াবহ আগুনে নিহত বেড়ে ৯৪

ওয়াং ফুক কোর্ট হাউজিং কমপ্লেক্সের চারটি ভবনের আগুন প্রায় সম্পূর্ণ নিভে গেছে। তবে প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থল থেকে মাঝে মাঝে স্ফুলিঙ্গ ও ঘন ধোঁয়া বের হওয়ার কথা জানিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
পুড়ে যাওয়া ভবন
পুড়ে যাওয়া ভবন |সংগৃহীত

হংকংয়ের কয়েকটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুনে কমপক্ষে ৯৪ জন নিহত এবং ৭০ জনেরও বেশি আহত হয়েছেন। তবে এ ঘটনায় এখনো কয়েকশ মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার (২৮ নভেম্বর) কর্মকর্তারা জানিয়েছেন, তাই পো-তে অবস্থিত ওয়াং ফুক কোর্ট হাউজিং কমপ্লেক্সের চারটি ভবনের আগুন প্রায় সম্পূর্ণ নিভে গেছে। তবে প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থল থেকে মাঝে মাঝে স্ফুলিঙ্গ ও ঘন ধোঁয়া বের হওয়ার কথা জানিয়েছেন।

উদ্ধারকারীরা এখনো কমপ্লেক্সের ওপরের তলায় আটকে পড়ার আশঙ্কা রয়েছে এমন মানুষদের সন্ধান করছেন। হংকংয়ের প্রধান নির্বাহী জন লি জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে ২৭৯ জনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ওই কমপ্লেক্সের বাসিন্দা লরেন্স লি জানান, তিনি এখনো তার স্ত্রীর খোঁজ পাননি। তিনি ধারণা করছেন যে তিনি তাদের অ্যাপার্টমেন্টে আটকা পড়েছেন। তিনি বলেন, ‘আগুন লাগলে আমি ফোনে তাকে সেখান থেকে বের হয়ে যেতে বলি। কিন্তু করিডোর ও সিঁড়িতে ধোঁয়ায় ভরে যায় এবং অন্ধকার থাকায় তিনি বাধ্য হয়ে ফ্ল্যাটে ফিরে যান।’

৪০ বছর বয়সী এক ইন্দোনেশিয়ান নারী ইয়ায়ুক বার্তাসংস্থা এএফপিকে জানান, তিনি তার বড় বোন শ্রী-ওয়াহিউনিকে খুঁজে পাচ্ছেন না। তিনি ওই কমপ্লেক্সের একটি বাড়িতে কাজ করতেন ও থাকতেন।

শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টা পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ জনে। হংকং ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের মতে, নিহতের মধ্যে একজন অগ্নিনির্বাপক কর্মীও রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষের মতে, ৭০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। অনেকেই পুড়ে যাওয়া ও ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভুগছেন।

বুধবার দুপুরে বাঁশের ভারা ও নির্মাণ জালের ওপর আগুনের সূত্রপাত হয় এবং পরে তা কমপ্লেক্সের সাতটি ভবনে ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষের ধারণা করছে, উঁচু ভবনগুলোর বাইরের দেয়ালের কিছু উপকরণের কারণে আগুন অস্বাভাবিকভাবে দ্রুত ছড়িয়ে পড়ে।

সূত্র : আল জাজিরা