যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য উত্তেজনায় চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ধীরগতি

সম্প্রতি বিরল খনিজ পদার্থ রফতানির ওপর চীন ব্যাপক নিয়ন্ত্রণ আরোপ করেছে। চীনের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সাথে তাদের ভঙ্গুর বাণিজ্য যুদ্ধবিরতিতে প্রভাব ফেলেছে।

নয়া দিগন্ত অনলাইন

যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় সেপ্টেম্বর পর্যন্ত চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি গত তিন মাসে কমে গেছে। সোমবার (২০ অক্টোবর) প্রকাশিত সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি ২০২৪ সালের একই সময়ের তুলনায় ৪.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছেঅ। যা গত এক বছরের মধ্যে তাদের সবচেয়ে ধীরগতির প্রবৃদ্ধি।

সম্প্রতি বিশ্বব্যাপী ইলেকট্রনিক্স উৎপাদনের জন্য অপরিহার্য বিরল খনিজ পদার্থ রফতানির ওপর চীন ব্যাপক নিয়ন্ত্রণ আরোপ করেছে। এরপরই এই তথ্য প্রকাশিত হয়েছে। চীনের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সাথে তাদের ভঙ্গুর বাণিজ্য যুদ্ধবিরতিতে প্রভাব ফেলেছে।

তৃতীয় প্রান্তিকের প্রবৃদ্ধির পরিসংখ্যান চলতি সপ্তাহে চীনের শীর্ষনেতাদের বৈঠকের গতিবিধি নির্ধারণ করবে। ওই বৈঠকে আগামী পাঁচ বছরের জন্য চীনের অর্থনৈতিক নীলনকশা নিয়ে আলোচনা করা হবে।

তৃতীয় প্রান্তিকে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৪.৮ শতাংশ, যা জুলাই পর্যন্ত গত তিন মাসের তুলনায় ৫.২ শতাংশ কম। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, বিভিন্ন চাপের মধ্যেও অর্থনীতি ‘দৃঢ় স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তি’ দেখিয়েছে। সংস্থাটি প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হিসেবে প্রযুক্তি খাত ও ব্যবসায়িক সেবার অগ্রগতিকে কৃতিত্ব দিয়েছে।

বেইজিং চলতি বছর ‘প্রায় পাঁচ শতাংশ’ অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে এবং এখন পর্যন্ত তীব্র মন্দা এড়াতে পেরেছে। মন্দা এড়ানোর পেছনে সরকারি সহায়তা ব্যবস্থা ও ওয়াশিংটনের সাথে বাণিজ্য যুদ্ধবিরতি রয়েছে।

চলতি মাসের শুরুতে চীন যখন বিরল খনিজের ওপর নিয়ন্ত্রণ ঘোষণা করে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা আমদানির ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন।

সূত্র : বিবিসি