ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১৮, নিখোঁজ ৩৩

সেন্ট্রাল জাভা প্রদেশের সিলাকাপ শহরে সংঘটিত ভূমিধসে পঞ্চম দিনের উদ্ধার তৎপরতার পর সোমবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে।

নয়া দিগন্ত অনলাইন
উদ্ধার তৎপরতা
উদ্ধার তৎপরতা |সংগৃহীত

ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশে দু’টি ভিন্ন অঞ্চলে পৃথক দু’টি ভূমিধসে অন্তত ১৮ জন নিহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন আরো ৩৩ জন।

সোমবার (১৭ নভেম্বর) ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

স্থানীয় নিউজ চ্যানেল কম্পাস টিভির তথ্যমতে, সেন্ট্রাল জাভা প্রদেশের সিলাকাপ শহরে সংঘটিত ভূমিধসে পঞ্চম দিনের উদ্ধার তৎপরতার পর সোমবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে।

সার্চ অ্যান্ড রেসকিউ মিশনের সমন্বয়ক মুহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘সোমবার আরো তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে, আরো সাতজন এখনো নিখোঁজ রয়েছেন।’

স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান জানান, সেন্ট্রাল জাভার বানজারনেগারা রিজেন্সিতে শনিবারের ভূমিধসের পর দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে, ধারণা করা হচ্ছে আরো ২৬ জন মাটির নিচে চাপা পড়েছেন।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি