ইন্দোনেশিয়ার রাজধানীতে সেনা মোতায়েন, হাজারো মানুষের বিক্ষোভ

জাকার্তায় জাতীয় সংসদের বাইরে কমপক্ষে ৫০০ বিক্ষোভকারী জড়ো হয়। সারাদিন সেনা ও পুলিশ তাদের নজরে রেখেছে।

নয়া দিগন্ত অনলাইন

ইন্দোনেশিয়ার আইনপ্রণেতাদের জন্য বিশাল সুযোগ-সুবিধার বিষয়ে বিক্ষুব্ধ হাজার হাজার মানুষ সোমবার (১ সেপ্টেম্বর) রাস্তায় নেমে এসেছে। দেশব্যাপী বিক্ষোভে ছয়জন নিহত হওয়ার পর উদ্ভূত পরিস্থিতিতে রাজধানীতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

জাকার্তা থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, জাকার্তায় জাতীয় সংসদের বাইরে কমপক্ষে ৫০০ বিক্ষোভকারী জড়ো হয়। সারাদিন সেনা ও পুলিশ তাদের নজরে রেখেছে। দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো সূর্যাস্তের মধ্যে বিক্ষোভ শেষ করতে সতর্ক করার পর তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

এএফপি জানায়, সুমাত্রা দ্বীপের পালেমবাংয়ে আরো হাজার হাজার মানুষ সমাবেশ করেছে এবং বোর্নিও দ্বীপের বানজারমাসিন, জাভার যোগকার্তা ও সুলাওয়েসির মাকাসারে শত শত মানুষ পৃথকভাবে বিক্ষোভ করেছে।

বিক্ষোভ শেষ হওয়ার আগে সংসদের বাইরে বিক্ষোভকারী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ২০ বছর বয়সী নাফতা কেইসিয়া কেমালিয়া বার্তাসংস্থা এএফপি’কে বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো, সংসদ সংস্কার করা।’

গতকাল সোমবার জেনেভায় জাতিসঙ্ঘ ইন্দোনেশিয়ার বিক্ষোভে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগের তদন্তের আহ্বান জানায়। জাতিসঙ্ঘের মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, ‘সংসদীয় ভাতা, কঠোর ব্যবস্থা ও নিরাপত্তা বাহিনীর অপ্রয়োজনীয় বল প্রয়োগের অভিযোগের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভের প্রেক্ষাপটে ইন্দোনেশিয়ায় সহিংসতার তীব্রতা আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’

তিনি এক বিবৃতিতে বলেন, ‘জনগণের উদ্বেগ মোকাবেলায় আমরা সংলাপের গুরুত্বের ওপর জোর দিচ্ছি।’

সূত্র : বাসস