মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধের বিষয়ে নতুন প্রস্তাবনা পেশ করেছেন মধ্যস্থতাকারী আরব ও মুসলিম নেতাদের কাছে। তবে তাদের থেকে নতুন সেই প্রস্তাবনা এখনো হাতে পায়নি ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।
রোববার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
হামাস জানিয়েছে যে কিছুদিন আগে যখন কাতারের রাজধানী দোহায় প্রতিরোধ আন্দোলনের নেতৃবৃন্দের উপর ইসরাইল হামলা চালায়, তখন থেকে উভয় পক্ষের মধ্যে যোগাযোগ বন্ধ রয়েছে। এখনো এই বিষয়ে কোনো ধরনের অগ্রগতি হয়নি।
তারা আরো জানিয়েছে, বিভিন্ন গণমাধ্যমে গাজা যুদ্ধ বন্ধের বিষয়ে ট্রাম্পের পক্ষ থেকে দেয়া নতুন প্রস্তাবনার কথা জানা যাচ্ছে, তবে এ বিষয়ে আমরা এখনো মধ্যস্থতাকারীদের থেকে কিছু পাইনি।
প্রতিরোধ আন্দোলন জানিয়েছে, আমাদের স্বজাতির অধিকার রক্ষা হয়, এমন যেকোনো প্রস্তাবনা বিবেচনায় নিতে আমরা সবসময়ই রাজি রয়েছি।
উল্লেখ্য, শুক্রবার জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মুসলিম নেতাদের সাথে এক বৈঠকে মিলিত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি গাজা যুদ্ধ বন্ধের জন্য নতুন একটি প্রস্তাবনা আরব ও মুসলিম নেতাদের সামনে পেশ করেন। সেখানে তিনি ২১টি ধারায় বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেছেন। ইসরাইলি ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম নতুন প্রস্তাবনার কথা বিশদভাবে তুলে ধরেছে।
সূত্র : আল জাজিরা