ভেনিস উৎসবে পুরস্কার জিতলো গাজা যুদ্ধের উপর নির্মিত চলচ্চিত্র

গাজার পাঁচ বছর বয়সী ছোট্ট শিশু হিন্দু রজবকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। তার এই ঘটনাকে অবলম্বন করে নির্মিত হয়েছে ‘দ্য ভয়েস অফ হিন্দ রজব’ নামের চলচ্চিত্রটি। এই চলচ্চিত্রটি ভেনিস চলচ্চিত্র উৎসবে সিলভার লায়ন জিতেছে।

নয়া দিগন্ত অনলাইন
ভেনিস চলচ্চিত্র উৎসবে সিলভার লায়ন জিতলো ‘দ্য ভয়েস অফ হিন্দ রজব’
ভেনিস চলচ্চিত্র উৎসবে সিলভার লায়ন জিতলো ‘দ্য ভয়েস অফ হিন্দ রজব’ |আল জাজিরা

গাজা যুদ্ধের উপর নির্মিত চলচ্চিত্র ‘দ্য ভয়েস অফ হিন্দ রজব’ ভেনিস উৎসবে পুরস্কার জিতেছে। রোববার (৭ সেপ্টেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার পাঁচ বছর বয়সী ছোট্ট শিশু হিন্দু রজবকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। তার এই ঘটনাকে অবলম্বন করে নির্মিত হয়েছে ‘দ্য ভয়েস অফ হিন্দ রজব’ নামের চলচ্চিত্রটি। এই চলচ্চিত্রটি ভেনিস চলচ্চিত্র উৎসবে সিলভার লায়ন জিতেছে।

উল্লেখ্য, গাজা যুদ্ধের আজ ৭০১তম দিন। এ দীর্ঘ সময়ে ইসরাইলি আগ্রাসনে বিপর্যস্ত গাজা উপত্যকার প্রতিটি জনপদ। গাজায় এখন কোনো নিরাপদ স্থান নেই।

হামাসনিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, এ পর্যন্ত এই যুদ্ধে অন্তত ৬৪ হাজার ৩৬৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১ লাখ ৬২ হাজার ৩৬৭ জন। এছাড়া অন্তত ১১ হাজার ফিলিস্তিনি নিখোঁজ রয়েছে।

তবে বিভিন্ন সংস্থার তথ্য মতে, নিহতের সংখ্যা লাখের কাছাকাছি হবে। আহতের সংখ্যাও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বলা সংখ্যার চেয়ে অনেক বেশি।

সূত্র : আল জাজিরা