ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান ২ শতাধিক ইউরোপীয় কূটনীতিকের

‘যদি ইইউ সম্মিলিতভাবে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তাহলে সদস্য রাষ্ট্রগুলোর উচিত মানবাধিকার রক্ষা এবং আন্তর্জাতিক আইন প্রয়োগের জন্য পৃথকভাবে বা ছোট দলে কাজ করা।’

নয়া দিগন্ত অনলাইন
বিধ্বস্ত গাজা
বিধ্বস্ত গাজা |সংগৃহীত

গাজায় ইসরাইলি আগ্রাসন এবং পশ্চিমতীরে দেশটির অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে স্বাধীনভাবে ইউরোপীয় ইউনিয়ন বা এর সদস্য রাষ্ট্রগুলোকে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন দুই শতাধিক সাবেক সিনিয়র ইউরোপীয় কূটনীতিক।

চিঠিতে জোর দেয়া হয়েছে, যদি ইইউ সম্মিলিতভাবে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তাহলে সদস্য রাষ্ট্রগুলোর উচিত মানবাধিকার রক্ষা এবং আন্তর্জাতিক আইন প্রয়োগের জন্য পৃথকভাবে বা ছোট দলে কাজ করা।

চিঠিতে কূটনীতিকরা নয়টি পন্থা প্রস্তাব করেছেন, যার মধ্যে রয়েছে অস্ত্র রফতানি লাইসেন্স স্থগিত করা, অবৈধ বসতি স্থাপনের মাধ্যমে পণ্য ও পরিষেবার বাণিজ্য নিষিদ্ধ করা এবং ইউরোপীয় ডেটা সেন্টারগুলিকে ‘গাজা এবং অন্যান্য অধিকৃত অঞ্চলে উপস্থিতি এবং কার্যকলাপ’সম্পর্কিত ইসরাইলি সরকার বা কোম্পানির ডেটা প্রক্রিয়াকরণ বা সংরক্ষণ করা থেকে বিরত রাখা।

সূত্র : পার্সটুডে