ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। একইসাথে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে জরুরি মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে তারা। এরই মধ্যে ইসরাইলি বাহিনীর হামলায় গাজায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, গাজার পূর্বাঞ্চলে শুজাইয়া এলাকায় ইসরাইলি সৈন্যদের গুলিবর্ষণে দু’জন নিহত হয়েছে। এতে গত ২৪ ঘণ্টায় গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা কমপক্ষে ১২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে আটজনের লাশ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে।
গাজা সিটিতে ইসরাইলি বাহিনীর এই হামলা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির সর্বশেষ লঙ্ঘনের ঘটনা। গত ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এর মধ্যেই ইসরাইল কয়েক শ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।
সোমবার গাজার সরকারি মিডিয়া অফিস ইসরাইলের যুদ্ধবিরতির ‘গুরুতর ও পদ্ধতিগত লঙ্ঘনের’ নিন্দা জানিয়ে উল্লেখ করেছে, ইসরাইলি কর্তৃপক্ষ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ৮৭৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, এর মধ্যে রয়েছে ইসরাইলি বাহিনীর অব্যাহত বিমান ও কামান হামলা, ফিলিস্তিনিদের বাড়িঘর ও অন্যান্য বেসামরিক অবকাঠামোর অবৈধভাবে ধ্বংস করা এবং ইসরাইলি সৈন্যদের ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালানোর কমপক্ষে ২৬৫টি ঘটনা।
এতে আরো বলা হয়েছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে ৪১১ জন ফিলিস্তিনি নিহত এবং এক হাজার ১১২ জন আহত হয়েছেন।
সূত্র : আল জাজিরা


