কাতারে হামলার পর ইসরাইলের সাথে সম্পর্ক পুনর্মূল্যায়ন করছে কানাডা

বুধবার অনিতা আনন্দ বলেছেন, দোহায় হামলাকে কানাডা অগ্রহণযোগ্য বলে মনে করে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য কাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ
কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ |সংগৃহীত

কাতারে হামাস নেতাদের ওপর হামলার পর কানাডা ইসরাইলের সাথে তার সম্পর্ক পুনর্মূল্যায়ন করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ। এর মধ্যে দিয়ে ইসরাইলি সরকারের ওপর কানাডার অসন্তুষ্টির ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) অনিতা আনন্দ বলেছেন, দোহায় হামলাকে কানাডা অগ্রহণযোগ্য বলে মনে করে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য কাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এডমন্টনে ক্ষমতাসীন লিবারেল পার্টির এক বৈঠকের ফাঁকে সংবাদ সম্মেলনে তার কাছে জানতে চাওয়া হয়, কানাডা ইউরোপীয় কমিশনের নেতৃত্ব অনুসরণ করবে কি-না। এর জবাবে তিনি বলেন, ‘আমরা ইসরাইলের সাথে আমাদের সম্পর্ক পুনর্মূল্যায়ন করছি।’

এর আগে, বুধবার সকালে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন দার লিয়েন ইসরাইলের প্রতি সমর্থন কমানোর এবং নিষেধাজ্ঞা কার্যকর করার পরিকল্পনা ঘোষণা করেন।

কানাডা ইসরাইলের বিরুদ্ধে কোনো ধরনের নিষেধাজ্ঞার কথা বিবেচনা করছে কি-না তা সুনির্দিষ্টভাবে জানতে চাইলে আনন্দ বলেন, ‘আমরা আমাদের পরবর্তী পদক্ষেপগুলো মূল্যায়ন চালিয়ে যাব।’

চলতি বছরের জানুয়ারিতে জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বে কানাডা ইসরাইলের প্রতি তাদের অবস্থান উল্লেখযোগ্যভাবে কঠোর করেছে। কার্নি জুলাই মাসে ঘোষণা করেছিলেন, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে কানাডা। যা ইসরাইলকে ক্ষুব্ধ করেছে।

সূত্র : আল জাজিরা