সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে সোমবার (৬ অক্টোবর) বোমা হামলায় দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর একজন সদস্যসহ একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। এই হামলার জন্য কুর্দি বাহিনীকে দায়ী করা হচ্ছে।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, উত্তর ও উত্তর-পূর্ব সিরিয়ায় অবস্থিত আধা-স্বায়ত্তশাসিত কুর্দি প্রশাসন ও দামাস্কাসের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার সরকারি বাহিনী আলেপ্পোর কুর্দি সংখ্যাগরিষ্ঠ দুইটি এলাকায় বিস্ফোরক ড্রোন ব্যবহার করেছে। ওই এলাকা দুটি হচ্ছে শেখ মাকসুদ ও আশরাফিহ।
সংস্থাটি আরো জানায়, বিস্ফোরক ড্রোন ব্যবহার করায় ওই সব এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেখানে অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন করা হয়েছে এবং এলাকাটি সেনাবাহিনী ঘিরে রেখেছে।
গত বছর ডিসেম্বরে দেশটির সাবেক নেতা বাশার আল-আসাদের পতনের পর থেকে আলেপ্পো অন্তর্বর্তী সরকারের অধীনে রয়েছে। তবে শেখ মাকসুদ ও আশরাফিহ এলাকাগুলো এখনো কুর্দিরা নিয়ন্ত্রণ করছে। সেখানে কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)-এর অধীনস্থ ইউনিটগুলো কর্তৃত্ব করছে।
সিরিয়ান নিউজ চ্যানেল এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে জানায়, শেখ মাকসুদ এলাকার কাছে এসডিএফ-এর হামলায় অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত ও আরো তিনজন আহত হয়েছে। কুর্দি গোলাবর্ষণে এক বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, এসডিএফফের ভারী মেশিনগান ও মর্টার হামলার কারণে ‘ডজনখানেক পরিবার’ শেখ মাকসুদ ও আশরাফিয়ে এলাকা থেকে পালিয়ে গেছে।
এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা জানায়, আহত বেশ কয়েকজনকে বেসামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আলেপ্পোর গভর্নর আজ্জাম আল-গারিব ফেসবুকে শহরের বাসিন্দাদের ঘরে থাকার এবং ‘সংঘর্ষের অঞ্চল’ থেকে যতটা সম্ভব দূরে থাকার আহ্বান জানান।
সূত্র : বাসস