সৌদি আরবের কাছে মার্কিন এফ-৩৫ বিক্রি করতে পারে যুক্তরাষ্ট্র। তবে এর জন্য ট্রাম্প প্রশাসনকে ইসরাইল শর্ত দিয়েছে, সৌদিকে এই অত্যাধুনিক যুদ্ধবিমান দেয়ার জন্য তেল আবিবের সাথে রিয়াদের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে হবে।
আগামী মঙ্গলবার (১৮ নভেম্বর) হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্টের সাথে বৈঠক করবেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সেখানে এফ-৩৫ যুদ্ধবিমান চুক্তি, নিরাপত্তা চুক্তি এবং ইসরাইল-সৌদি সম্পর্ক স্থাপনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট গত মাসে এক ফোনকলে সৌদির ক্রাউন প্রিন্সকে বলেছিলেন যে ‘গাজা যুদ্ধ যেহেতু শেষ হয়েছে, তাই সৌদি চাইলে আবরাহাম চুক্তিতে অংশ নিতে পারে।’ এরপর তিনি শিগগির সৌদি-ইসরাইল কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণে আশাবাদ ব্যক্ত করেন।
গত শুক্রবারও সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প একই প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রির তীব্র বিরোধীতা করেছিল ইসরাইল। তবে আব্রাহাম চুক্তিতে অংশ নেয়ার শর্তে সৌদির কাছে এই অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রিতে আপত্তি নেই তাদের।
সূত্র : এক্সিওস



