সিনাই উপত্যকা নিয়ে মিসরকে চাপ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
শনিবার (২০ সেপ্টেম্বর) মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি কর্মকর্তারা জানান, সিনাই উপত্যকায় মিসরের সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে এখন দুই দেশের মাঝে বড় ধরনের টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এছাড়া গাজায় যুদ্ধ অব্যাহত থাকায় বিষয়টি ইসরাইলের উপর আরো চাপ সৃষ্টি করেছে।
দুই ইসরাইলি কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, ১৯৭৯ সালে ইসরাইল ও মিসরের মাঝে একটি চুক্তি হয়েছে। ওই চুক্তি অনুযায়ী কিছু এলাকায় ভারী ধরনের অস্ত্র মোতায়েনের সুযোগ নেই। কিন্তু ওই চুক্তি ভঙ্গ করে মিসরীয়রা কিছু স্থানে এমন সামরিক বাঙ্কার নির্মাণ করছে, যেগুলোকে হামলার কাজে ব্যবহার করা যাবে।
একটি মার্কিন সূত্র জানিয়েছে, সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরাইলে সফরে গেলে নেতানিয়াহু তার কাছে একটি মানচিত্র পেশ করেন, যেখানে সিনাই উপত্যকায় মিসরীয়দের তৎপরতার স্থান নির্দেশ করা হয়েছে।
ইসরাইলি সূত্র দুটি বলেছে, ‘মিসর সিনাই উপত্যকায় বিমানঘাঁটির রানওয়ে সম্প্রসারিত করেছে, যেন যুদ্ধবিমান তা ব্যবহার করতে পারে। এমনিভাবে মাটির নিচে বাঙ্কার নির্মাণ করেছে, যেখানে সেখানে ক্ষেপণাস্ত্র সংরক্ষণ করা যায়।’ তারা অভিযোগ করেন যে এই বিষয়ে কূটনৈতিক ও সামরিক চ্যানেলে মিসরের সাথে যোগাযোগ করা হলে তারা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেনি।
তারা আরো জানান, এ বিষয়ে মিসরীয়দের সাথে সরাসরি সমঝোতায় ব্যর্থ হয়ে ট্রাম্প প্রশাসনকে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ।
তবে মিসরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাম্পের সাথে তাদের এই বিষয়ে সম্প্রতি কোনো আলোচনা হয়নি।
সূত্র : স্কাই নিউজ