গাজা যুদ্ধবিরতির ‘অব্যাহত লঙ্ঘন’ নিয়ে উদ্বেগ প্রকাশ জাতিসঙ্ঘ মহাসচিবের

জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মঙ্গলবার গাজায় যুদ্ধবিরতির লঙ্ঘন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
জাতিসঙ্ঘ মহাসচিব
জাতিসঙ্ঘ মহাসচিব |বাসস

জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মঙ্গলবার গাজায় যুদ্ধবিরতির লঙ্ঘন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সব পক্ষকে শান্তি চুক্তির প্রথম পর্যায়ের সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দোহায় অনুষ্ঠিত বিশ্ব সামাজিক উন্নয়ন বিষয়ক দ্বিতীয় সম্মেলনের ফাঁকে গুতেরেস সাংবাদিকদের বলেন, ‘গাজায় যুদ্ধবিরতির অব্যাহত লঙ্ঘন নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। এটি বন্ধ করতে হবে এবং সব পক্ষকে শান্তি চুক্তির প্রথম পর্যায়ের সিদ্ধান্ত মেনে চলতে হবে।’

সূত্র : এএফপি/বাসস