বাংলাদেশসহ ৯ দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা আমিরাতের

বাংলাদেশসহ নয়টি দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ২০২৬ সাল থেকে দেশগুলোর নাগরিকদের পর্যটন ভিসা ও ওয়ার্ক পারমিটের আবেদন সাময়িকভাবে গ্রহণ করা হবে না।

নয়া দিগন্ত অনলাইন
আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা
আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা |সংগৃহীত

বাংলাদেশসহ নয়টি দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ২০২৬ সাল থেকে দেশগুলোর নাগরিকদের পর্যটন ভিসা ও ওয়ার্ক পারমিটের আবেদন সাময়িকভাবে গ্রহণ করা হবে না।

সম্প্রতি দেশটির অভিবাসন কর্তৃপক্ষ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।

ভিসা নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশগুলো হলো আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান, উগান্ডা

সংযুক্ত আরব আমিরাত সরকার আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞার জন্য কোনো কারণ প্রকাশ করেনি। তবে বিভিন্ন প্রতিবেদন ও সূত্র থেকে জানা যায়, নিরাপত্তা উদ্বেগ, ভূ-রাজনৈতিক সম্পর্ক ও কোভিড-১৯ মহামারী মোকাবেলার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এই নিষেধাজ্ঞার ফলে দেশগুলোর নাগরিকরা সাময়িকভাবে সংযুক্ত আরব আমিরাতে পর্যটন বা কাজের উদ্দেশ্যে প্রবেশ করতে পারবেন না।

তবে বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞাটিকে অস্থায়ী বলে উল্লেখ করা হয়েছে। নিরাপত্তা ও স্বাস্থ্য মূল্যায়নের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাত সরকার ভবিষ্যতে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর দেশগুলোর ভ্রমণকারীরা পুনরায় সংযুক্ত আরব আমিরাতের পর্যটন ভিসা ও ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন।

সূত্র : ইউএই ভিসা অনলাইন