সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদুল হারামে শুরু হয়েছে ৪৫তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।
শনিবার (৯ আগস্ট) দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রী শায়খ ড. আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল-শেখ এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এবারের প্রতিযোগিতায় হিফজুল কোরআনের পাশাপাশি, সুরলিত কণ্ঠ ও তাফসিরও অন্তর্ভুক্ত রয়েছে।
সৌদি প্রেস অ্যাজেন্সি (এসপিএ) জানিয়েছে, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতায় ১২৮টি দেশের অন্তত ১৭৯ জন প্রতিযোগী অংশ নিয়েছেন।
সৌদি ইতিহাসে এবারের প্রতিযোগিতায়ই সবচেয়ে বেশি প্রতিযোগী অংশ নিচ্ছেন। প্রতিযোগিতার ফাইনাল পর্ব ছয় দিন ধরে চলবে। প্রতিদিন থাকবে দু’টি করে সেশন।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী শায়খ ড. আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ বলেন, ‘সৌদির সর্বশ্রেষ্ঠ সম্মান হলো পবিত্র কোরআনের সেবা করা এবং হাফেজদের সম্মান জানানো। এই ঐতিহ্য সৌদি আরব রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজের রাজত্বকালে শুরু হয়ে বর্তমানে বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান পর্যন্ত অব্যাহত রয়েছে।’
তিনি আরো বলেন, ‘প্রতিযোগিতায় সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে মন্ত্রণালয় স্পষ্ট ও স্বচ্ছ মানদণ্ড নির্ধারণ করেছে। সৌদি আরব, উগান্ডা, মরক্কো এবং আলবেনিয়ার বিচারকদের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক বিচারক প্যানেল নির্বাচন করা হয়েছে।’
জানা গেছে, এবারের প্রতিযোগিতায় বিজয়ীদের ৪০ লাখ রিয়াল পুরস্কার দেয়া হবে। পাশাপাশি রয়েছে ১০ লাখ রিয়াল নগদ পুরস্কার, যা অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর মধ্যে বিতরণ করা হবে।