ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজায় আবারো যুদ্ধ শুরু করার উস্কানি দিচ্ছেন ইসরাইলের বিভিন্ন মন্ত্রী। আজ রোববার সকালে গাজাজুড়ে বেশ কয়েকটি ইসরাইলি বিমান হামলার পর এই উস্কানি দিতে শুরু করেন তারা।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের উগ্র ডানপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতেমার বেন গাভির এক এক্সবার্তায় নেতানিয়াহুকে পুনরায় যুদ্ধ শুরু করার আহ্বান জানান। এরপর তিনি বলেন, আমরা চাই, ইসরাইলি বাহিনী তার পূর্ণ শক্তি নিয়ে গাজায় পুরোদমে যুদ্ধ শুরু করুক।
ইসরাইলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ গাজায় ইসরাইলি হামলার পর এক্সবার্তায় লেখেন, ‘যুদ্ধ!’ প্রবাসী মন্ত্রণালয়ের এক মন্ত্রী বলেন, যতদিন হামাস থাকবে, ততদিন যুদ্ধ চলবে।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় যুদ্ধ বন্ধ করতে সম্মত হয়েছে ইসরাইল ও হামাস। এরপর থেকে হামাস চুক্তির ধারাগুলো মেনে চললেও ইসরাইল বিভিন্নভাবে তা লঙ্ঘন করছে।
সূত্র : আল জাজিরা



